রাসেল-ব্রাভোর ব্যাটে রক্ষা ঢাকার

বিপিএলের ফাইনালে যাওয়ার লড়াইয়ে শুরুতে ব্যাট করতে নেমে বেশ বিপাকেই পড়ে গিয়েছিল এবারের আসরের অন্যতম ফেভারিট ঢাকা ডায়নামাইটস। খুলনা টাইটানসের বিপক্ষে ৮৯ রান সংগ্রহ করতেই হারিয়েছিল ছয়টি উইকেট। তবে শেষপর্যায়ে দুই ক্যারিরিয়ান ক্রিকেটার ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের দল। স্কোরবোর্ডে জমা করেছে … রান। কোয়ালিফায়ারের মতো ম্যাচে এই রান জয়ের জন্য যথেষ্ট হবে কিনা, তা নিয়ে অবশ্য সংশয় থেকেই যাচ্ছে।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। তাঁর সেই সিদ্ধান্তের যথার্থতাও দারুণভাবে প্রমাণ করেছেন খুলনার বোলাররা। প্রথম চার ওভারের মধ্যে মাত্র ২৮ রান জমা করতেই সাজঘরে ফেরেন ঢাকার প্রথম সারির তিন ব্যাটসম্যান মেহেদি মারুফ, কুমার সাঙ্গাকারা ও ক্রিস লুইস। নবম ও একাদশ ওভারে নাসির হোসেন ও অধিনায়ক সাকিব আল হাসানকেও সাজঘরমুখী করেন আন্দ্রে ফ্লেচার। সে সময় পাঁচ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ ছিল মাত্র ৫৬ রান। ১৪তম ওভারে মোসাদ্দেক হোসেন সৈকতও ফিরে যান রানআউটের ফাঁদে পড়ে। সপ্তম উইকেটে ৪৯ রানের জুটি গড়ে দলকে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন ব্রাভো ও রাসেল। সাত নম্বরে ব্যাট করতে নেমে রাসেল খেলেছেন ২৫ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস। আর ২৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ব্রাভো।
খুলনার পক্ষে দারুণ বোলিং করেছেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। চার ওভার বল করে মাত্র ২৪ রানের বিনিময়ে নিয়েছেন তিনটি উইকেট। দুটি উইকেট পেয়েছেন আন্দ্রে ফ্লেচার।
বিপিএলের গ্রুপ পর্বে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দুটি মুখোমুখি লড়াইয়েই জয় পেয়েছিল খুলনা টাইটানস। আজ জিতলেই ফাইনালের টিকিট পেয়ে যাবে মাহমুদউল্লাহর দল।