ছিটকে পড়লেন শফিউল, দলে রাব্বি
আগেই অনেকটা অনুমেয় ছিল তা। চোটের কারণে নিউজিল্যান্ড সফরের দল থেকে বাদ পড়তে পারেন পেসার শফিউল ইসলাম। শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হয়েছে, বাদ পড়েছেন খুলনা টাইটানসের পেসার। দলে নেওয়া হয়েছে পেসার কামরুল ইসলাম রাব্বিকে।
গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের টেস্টে অভিষেক হয়েছিল পেসার রাব্বির। দুই ম্যাচ খেলে এক উইকেট পেয়েছেন এই তরুণ পেসার। চট্টগ্রামে প্রথম টেস্টে নিয়েছিলেন এই একটি উইকেট। ঢাকায় অবশ্য কোনো উইকেট পাননি তিনি। তারপরও টিম ম্যানেজমেন্টের বেশ আস্থা তাঁর প্রতি।
অবশ্য এই নিউজিল্যান্ড সিরিজের ২২ জনের দলে প্রথমে জায়গা হয়নি তাঁর। শফিউলের হঠাৎ করে চোটই তাঁকে দলে ঢোকার সুযোগ করে দেয়। কিন্তু পরীক্ষিত খেলোয়াড় আল আমিনকে তারপরও দলে নেওয়া হয়নি।
বিসিবির এক বিশ্বস্ত সূত্রে জানা যায়, রাব্বিকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে নিউজিল্যান্ড সিরিজের দলের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে।
গতকাল মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়েই চোটে আক্রান্ত হন শফিউল। তাই তাঁকে মাঠের বাইরে থাকতে হবে পারে তিন-চার সপ্তাহ। আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর শুরু হবে। তার আগে প্রস্তুতির জন্য মাশরাফি-মুশফিকদের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ১০ ডিসেম্বর।
নিউজিল্যান্ডে যাওয়ার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশের অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প করবে। তাই কিছুদিন আগে দেশ ছেড়ে যাওয়া। এই দলের সঙ্গে শফিউলের বদলে এখন যোগ হলেন রাব্বি।

ক্রীড়া প্রতিবেদক