সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম বানাচ্ছে ভারত
সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের কথা উঠলেই এত দিন মাথায় আসত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের কথা। তবে আগামী কয়েক বছরের মধ্যে তথ্যটা নতুন করে শিখতে হবে সবাইকে। কারণ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম গড়তে যাচ্ছে ভারত।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাটে হবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট স্টেডিয়াম। নতুন করে অবশ্য কিছু বানাতে হবে না গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামকেই সংস্কার করে বাড়িয়ে নেওয়া হবে আকার-আয়তন।
১৯৮৩ সালে আহমেদাবাদের এই স্টেডিয়ামে খেলা হয়েছিল প্রথম টেস্ট ম্যাচ। এরপর এখানে খেলা হয়েছে ১২টি টেস্ট, ২৪টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ। বর্তমানে এই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪৯ হাজার। কিন্তু নতুন করে নির্মাণের পর এখানে একসঙ্গে খেলা দেখতে পারবে এক লাখ ১০ হাজার দর্শক। আর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ধারণক্ষমতা এক লাখ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন বাস্তবায়নের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান অমিত শাহ। এরই মধ্যে পুরোনো স্টেডিয়ামের অনেক অংশ ভেঙেও ফেলা হয়েছে নতুন করে নির্মাণের জন্য। আগামী দুই বছরের মধ্যেই ক্রিকেট বিশ্ব নতুন এই স্টেডিয়াম পেয়ে যাবে বলে আশাবাদী গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্টেডিয়ামটি নির্মাণ কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে, এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। এখানে থাকবে আন্তর্জাতিক মানের সব ধরণের সুযোগ-সুবিধা।’

স্পোর্টস ডেস্ক