গোলমেশিন হলান্ড ভাঙলেন যে রেকর্ড
ইংলিশ প্রিমিয়ার লিগে চলছেই আর্লিং হলান্ড শো! মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত একই ছন্দে আছেন ম্যানচেস্টার সিটির এই তরুণ তুর্কি। প্রিমিয়ার লিগে গতকাল বুধবার (২৬ এপ্রিল) সিটি মুখোমুখি হয় আর্সেনালের।
গানারদের ৪-১ ব্যবধানে হারানো ম্যাচে সিটির পক্ষে এক গোল ও জোড়া অ্যাসিস্ট করেন হলান্ড। এতেই ভেঙে ফেলেন ৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।
ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায়, মোহাম্মদ সালাহকে পেছনে ফেলে হলান্ডই এখন ইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা। চলতি মৌসুমে লিগে ২৯ ম্যাচে ৩৩ গোল করেছেন হলান্ড। হ্যাট্রিক করেছেন তিনটি। এর আগে ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের জার্সিতে ৩২ গোলের রেকর্ড গড়েছিলেন সালাহ। ইপিএলে এখনও ৭ ম্যাচ বাকি। যেভাবে ছুটছেন হলান্ড নিজেকে কোথায় নিয়ে যান, সেটিই এখন সবার কৌতূহলজুড়ে।
হলান্ড ও সালাহর আগে ইপিএলে এক মৌসুমে ৩১ গোলের রেকর্ড ছিল ক্রিস্টিয়ানো রোনালদো, অ্যালেন শিয়েরার ও লুইস সুযারেজের দখলে। প্রিমিয়ার লিগে ৩৩ গোল ছাড়া চলতি মৌসুমে সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৪৯ গোল করেছেন হলান্ড। অ্যাসিস্ট সংখ্যা ৮ টি।
সবমিলিয়ে সরাসরি ৫৭ গোলের সঙ্গে জড়িত নরওয়ের এই তারকা ফুটবলার। যা অন্য সবার চেয়ে বেশি। গড়ে প্রতি ৫৮ মিনিটে একটি করে গোল কিংবা অ্যাসিস্টে নাম আছে হলান্ডের। হলান্ডের দুর্দান্ত ছন্দে সিটিও রীতিমতো উড়ছে।