অ্যাশেজ
প্রথম সেশন শেষে চাপে অসিরা
মর্যাদার লড়াইয়ের অ্যাশেজে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আজ শনিবার (১৭ জুন) মাঠে নেমেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ইংলিশরা যতটা আক্রমণাত্মক খেলেছে, অসিরা আজ ততটাই রক্ষণাত্মক খেলছে। নিজেদের প্রথম ইনিংসের প্রথম সেশন শেষে অসিদের সংগ্রহ ৩১ ওভারে তিন উইকেটে ৭৮ রান। ইংলিশদের চেয়ে পিছিয়ে আছে ৩১৫ রানে।
এজবাস্টনে প্রথমদিনে বিনা উইকেটে ১৪ রান নিয়ে আজ খেলতে নামে ক্যামিন্সরা। ওপেনিং জুটি ২৯ রান পর্যন্ত নিয়ে যান দুই ওপেনার উসমান খাজা ও ডেভিড ওয়ার্নার। একাদশ ওভারে আক্রমণে এসে ইংলিশদের প্রথম ব্রেক থ্রু এনে দেন স্টুয়ার্ট ব্রড।
ওভারের প্রথম বলে ব্রডের ডেলিভারিতে ফ্লাইট মিস করে বোল্ড হন ওয়ার্নার (৯)। পরের বলে মার্নাস লাবুশেনকে গোল্ডেন ডাকের লজ্জা দেন এই ইংলিশ পেসার। উইকেটের পেছনে জনি বেয়ারস্টো লাবুশেনের দারুণ ক্যাচ লুফে নেন।
২৯ রানে দুই উইকেট হারানো অসিরা প্রাথমিক ধাক্কা সামাল দেন খাজা ও স্টিভেন স্মিথের ব্যাটে। ধীরে ধীরে ইংলিশ বোলারদের বিপক্ষে মানিয়ে নেওয়া স্মিথকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান বেন স্টোকস। ইংলিশ অধিনায়কের বলে আউট হওয়ার আগে ৫৯ বলে ১৬ রান করেন স্মিথ।
লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার পক্ষে ৪০ রানে অপরাজিত আছেন খাজা। তার সঙ্গে ৮ রানে অপরাজিত আছেন ট্রাভিস হেড।
এর আগে প্রথম দিন আট উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।