এমবাপ্পের জন্য আবারও পিএসজিকে প্রস্তাব দেবে রিয়াল
পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়ার আশা থেকে এখনও সরে আসেনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এই ফরাসি ফরোয়ার্ডকে পেতে দলবদলের শেষ দিনেও ফরাসি ক্লাবটিকে আবারও প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের আশা, শেষ মুহূর্তের প্রস্তাব ফেলতে পারবে না পিএসজি।
আজ সোমবার (২১ আগস্ট) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা যায়, বিশ্বকাপজয়ী ফরাসি তারকা এমবাপ্পেকে পেতে প্যারিসের ক্লাবটিকে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেবে রিয়াল। পিএসজির সঙ্গে এখনও নতুন চুক্তিতে যায়নি এমবাপ্পে। এতে, আবারও তাকে পেতে নতুন পরিকল্পনা করল রিয়াল। চলতি মৌসুমের দলবদলের বাজার বন্ধ হবে ৩১ আগস্ট। সেদিনই পিএসজিকে এই প্রস্তাব দিয়ে এমবাপ্পেকে ছেড়ে দিতে বাধ্য করার চেষ্টা করবে স্প্যানিশ ক্লাবটিকে।
যদিও, এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্কের পাথর গলতে শুরু করেছে একটু একটু করে। কদিন আগেও ক্লাবকে নিয়ে সমানে নেতিবাচক মন্তব্য করা এমবাপ্পে মাঝে ইতিবাচক কথা বলেছিলেন দলকে নিয়ে। ফলে, গত ১৩ আগস্ট কোচ লুইস এনরিকে তাকে ‘বম্ব স্কোয়াড’ থেকে দলের মূল স্কোয়াডে নিয়ে এসেছেন। ফিরিয়ে আনা হয়েছে অনুশীলনেও।
এতকিছুর পরেও পিএসজিতে নিজের ভবিষ্যৎ দেখছেন না এমবাপ্পে, সেটিই তিনি নিজেই জানিয়েছেন। একাধিকবার ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির ব্যাপারে বলা হলেও তিনি সাড়া দেননি। ধারণা করা হচ্ছে, রিয়ালের সঙ্গে যোগাযোগ চলমান এমবাপ্পের। দলবদলের শেষ দিন পর্যন্ত তাই অপেক্ষা করতে হবে এমবাপ্পের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, সেটি দেখতে।