‘মেসির ব্যালন ডি’অর জেতা হবে কেলেঙ্কারি’
আর দিন তিনেকের অপেক্ষা। এরপরই সব কৌতূহলের অবসান হবে। আগামী ৩০ অক্টোবর জানা যাবে এবারের ব্যালন ডি’অর কার হতে উঠতে যাচ্ছে। বাতাসে অবশ্য বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির কথা ভাসছে। আর তেমনটা হলে তা হবে ফুটবলের জন্য কেলেঙ্কারি, বলে জানিয়েছেন ওয়েস্ট হ্যামের সাবেক ফুটবলার মিচাইল অ্যান্তোনিও।
গতকাল বুধবার (২৬ অক্টোবর) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে মেসিকে এবারের ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার মনে করছে না অ্যান্তোনিও।
ব্যালন ডি’অর প্রসঙ্গে ওয়েস্ট হ্যামের ফরোয়ার্ড বলেছেন, ‘আমি এটা বুঝি যে, মেসির বিশ্বকাপ জয় একটি বড় অর্জন। কিন্তু আপনি ট্রেবলজয়ী একটি দলকে পেছনে ফেলে রাখতে পারেন না এবং হলান্ড রেকর্ড গড়া অবদানকে ছোট করে দেখতে পারবেন না। হলান্ড ব্যালন ডি’অরের দাবিদার। যদি সে এটি না পায়, তাহলে এটি একটি কলঙ্ক হবে।’
হ্যামের ফরোয়ার্ড আরও যোগ করেন, ‘হলান্ড এই মৌসুমে যা করেছে, সেটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যদি আপনি আন্তর্জাতিক ফুটবলকে সরিয়ে রাখেন এবং পরিসংখ্যানের দিক থেকে বিবেচনা করেন তাহলে হলান্ডেরই ব্যালন ডি’অর জেতা উচিত। আপনি মেসির প্রথম বিশ্বকাপ জয়কেও এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু ক্লাব ফুটবলের মান অনুসারে বিবেচনা করলে দেখা যায়, মেসি খেলছেন আমেরিকায়। যা প্রিমিয়ার লিগে খেলা হালান্ডের থেকে পুরোপুরি ভিন্ন।’
বিশ্বকাপ জয়ী মেসি এরই মধ্যে সাতবার এই সম্মানজনক পুরস্কার জয় পেয়েছেন। এই পুরস্কারের সংখ্যায় তার ধারেকাছে কেউ নেই। এবার মেসি ব্যালন ডি’অর জিতলে তা সংখ্যায় আট হবে। দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালির প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ব্যালন ডি অর জয়ের জন্য যে সব গুন প্রয়োজন তার সব বিষয়ে মেসি অন্যদের থেকে এগিয়ে রয়েছেন।