অস্ত্রোপচার সফল, কবে মাঠে ফিরবেন নেইমার?
চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। প্রায়শই চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ৩১ বছর বয়সী ফুটবলারকে। ফের একবার চোটে পড়লেন তিনি। ভক্তদের জন্য স্বস্তির খবর, ব্রাজিলিয়ান এই তারকার হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ৪৪তম মিনিটে চোট পান নেইমার। উরুগুয়ের মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ের এক পর্যায়ে ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার। ব্যথায় মাঠে শুয়েই কাতরাতে থাকেন তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তাতে কোনো লাভ হয়নি। এরপর ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছিল, অস্ত্রোপচার করাতে হবে তাকে।
গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ব্রাজিলের বেলো হরিজন্তের হাসপাতালে নেইমারের অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। অস্ত্রোপচার শেষে তিনিই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই চিকিৎসক আরও জানিয়েছেন, নেইমারকে দুদিন পর্যবেক্ষণে রাখা হবে।
পিএসজি ছেড়ে এ মৌসুমে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। চোট কাটিয়ে সাত মাস পর গত সেপ্টেম্বরেই মাঠে ফিরেছিলেন। ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। কয়েক দিনের ব্যবধানেই আবারও মাঠের বাইরে ছিটকে যেতে হলো নেইমারকে।
জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের চিকিৎসকরা ধারণা করছেন যে আগামী কোপা আমেরিকার আগে সুস্থ হবেন নেইমার। যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি শুরু হবে আগামী বছরের জুনে। ২০ জুন থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৪ জুলাই পর্যন্ত।
তবে বিশ্বকাপ বাছাইয়ে আগামী ২২ নভেম্বর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নেইমারের না থাকাটা বড় ধাক্কা সেলেসাওদের জন্য। এর আগে ১৭ নভেম্বর কলম্বিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জানা গেছে, নেইমারের পাশাপাশি সেই ম্যাচে হ্যামস্ট্রিং চোটের কারণে অনিশ্চিত আরেক তারকা ফুটবলার কাসেমিরো।