তাইজুলের ঘূর্ণি জাদু
সাদা পোশাকে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য বোলার তাইজুল ইসলাম। কেন তার ওপর নির্ভরতা, সেটি আরেকবার প্রমাণ করলেন আজ শনিবার (২ ডিসেম্বর) শেষ হওয়া সিলেট টেস্টে। দেশের মাটিতে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো ম্যাচের মূল নায়ক তিনি। দুই ইনিংস মিলিয়ে নিলেন ১০ উইকেট। দ্বিতীয় ইনিংসে একাই নেন ছয়টি। টেস্টে দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেটের দেখা পেলেন বাঁহাতি এই স্পিনার।
বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক অবস্থা বেশ নাজুক। মাঠ ও মাঠের বাইরে বিতর্ক সঙ্গী। একের পর এক বিতর্কে জর্জরিত দেশের ক্রিকেট। বিশ্বকাপ ব্যর্থতা ঢাকতে প্রয়োজন ছিল মাঠের পারফরম্যান্স। ফরম্যাট যেমনই হোক একটি জয় এনে দিতে পারে স্বস্তি। স্বস্তির সেই জয়ের দেখা পেল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে পাওয়া জয় সিরিজেও এগিয়ে নিল স্বাগতিকদের। বিশ্বকাপের ক্ষতে প্রলেপ লেগেছে, হোক অল্প তবুও।
কিউইদের বিপক্ষে সিরিজে প্রায় আনাড়ি এক দল নিয়েই মাঠে নামে বাংলাদেশ। ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসানও। টেস্টে প্রথমবার দলকে নেতৃত্ব দেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে অলিখিত নেতৃত্বটা ছিল তাইজুলের হাতে। সেই দায়িত্ব এরচেয়ে ভালোভাবে কি পালন করতে পারতেন তিনি? বোধহয় না।
৩৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনেই জয় পেয়ে যেত বাংলাদেশ। ১০২ রানে ফেলে দেয় কিউইদের সাত উইকেট। শেষ বেলায় ইশ সোধিকে নিয়ে ডেরিল মিচেল প্রতিরোধ না গড়লে কালই হয়ত জয় পাওয়া হতো বাংলাদেশের। সাত উইকেটের চারটি নেন তাইজুল। আজ সকালে নেন বাকি দুটি। ভেঙে দেন কিউইদের প্রতিরোধ।
টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেরা বোলিং ফিগার গড়া ম্যাচে ম্যাচসেরা হয়েছেন তাইজুল। পুরস্কার নিতে এসে তিনি বলেন, ’১০ উইকেট পাওয়াটা আগামীতে অনুপ্রেরণা দেবে। দেশের প্রতিনিধিত্ব করতে পারা সবসময়ই আনন্দের। এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে। দলের সবাই অনেক সহযোগিতা করেছে। আশা করি, জয়ের মানসিকতা ধরে রাখতে পারব।’