পরিবর্তন এলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচিতে
আগামী বছর বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। গত সেপ্টেম্বরে এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার সেই সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে আজ সোমবার (১১ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছে সংস্থাটি। নতুন সূচিতে বিশ্বকাপ শুরু হবে ২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যুবাদের বিশ্বকাপ।
বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর সেটি সরিয়ে নেওয়া হয় দক্ষিণ আফ্রিকায়। ১৬ দলের অংশগ্রহণে চারটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বে খেলবে দলগুলো। সেখান থেকে যথাক্রমে সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনাল।
আসরে বাংলাদেশ আছে এ গ্রুপে। যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ২০ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
বি গ্রুপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। সি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ডি গ্রুপে খেলবে পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
বিশ্বকাপ শুরুর আগে ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সবগুলো দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে।