খেলোয়াড় কেনাবেচায় খরচের রেকর্ড গড়ল ফিফা
দিন দিন ফুটবলে আর্থিক লেনদেন বাড়ছে। খেলোয়াড় কেনাবেচায় অঢেল অর্থ খরচ করছে ক্লাবগুলো। আগে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লিগগুলো খরচ করলেও এখন যুক্ত হয়েছে সৌদি প্রো লিগ ও মেজর লিগ সকার। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে লিগ দুটি নিজেদের অবস্থান জানান দিয়েছে। এরপর ভিড়িয়েছে অনেক তারকা ফুটবলারকে। যাদের পেছনে দুহাতে খরচ করেছে ক্লাবগুলো।
২০২৩ সালে ফুটবল ক্লাবগুলো কেনাবেচায় কেমন অর্থ খরচ করেছে তার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা। নিজেদের ওয়েবসাইটে গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রতিবেদনটি প্রকাশ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সেখানে দেখা যায়, ২০২৩ সালে ক্লাবগুলো খেলোয়াড় কেনাবেচায় মোট লেনদেন করেছেন ৯৬৩ কোটি মার্কিন ডলার। ২০২২ সালের চেয়ে ৪৮.১ শতাংশ লেনদেন বেশি হয়েছে গত বছর। যা ফিফার এযাবৎকালের রেকর্ড। পুরুষ ফুটবলের পাশাপাশি নারী ফুটবলেও ক্লাবগুলোর লেনদেন বেড়েছে ২০ শতাংশ।
গত বছর বিশ্বব্যাপী মোট তিন হাজার ২৭৯টি ট্রান্সফার হয়েছে (ফ্রি ট্রান্সফার বাদে), যেটিও ছাড়িয়ে গেছে অন্যান্য বছরগুলোকে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ— লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি আ, বুন্দেসলিগা ও ডাচ লিগের পাশাপাশি লেনদেনের এমন বৃদ্ধির পেছনে আছে প্রো লিগ ও এমএলএস। ইউরোপের বাইরে হয়েও রোনালদো-মেসির বদৌলতে জনপ্রিয়তা পেয়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের লিগ দুটি।