নিউজিল্যান্ডের আক্ষেপ বাড়িয়ে অস্ট্রেয়িলার দারুণ জয়
লক্ষ্যটা ছিল ২৭৯ রানের। যার জবাব দিতে নেমে ৮০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। অসিদের এমন বিপর্যয়ে ফেলে জয়ের স্বপ্নই বুঁনছিল নিউজিল্যান্ড। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়ে উইকেটে জেগে উঠলেন অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ ও অধিনায়ক প্যাট কামিন্স। তিন তারকার ব্যাটিং দাপটে ক্রাইস্টচার্চে দুর্দান্ত জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
আজ সোমবার (১১ মার্চ) ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিকদের তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ তে নিজেদের করে নিয়েছে অসিরা।
এই জয়ের মূল নায়ক ক্যারি। তিনি সেঞ্চুরি হাঁকাতে না পারলেও জয়ের পথটা রচনা করেছিলেন। ব্যাট হাতে তার ১২৩ বলে ৯৮ রানের ইনিংসে চড়ে জয়ের নাগাল পেয়ে যায় অস্ট্রেলিয়া। সঙ্গে ১০২ বলে ৮০ রানের ইনিংস উপহার দেন মিচেল মার্শ। প্যাট কামিন্স খেলেন ৪৪বলে ৩২ রানের ইনিংস। জয়ের লক্ষ্যে মাঠে নেমে সাত উইকেটে ২৮১ করে বন্দরে পৌছে যায় অস্ট্রেলিয়া।
ম্যাচটিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নমে ১৬২ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। বিপরীতে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ২৫৬ রান তোলে অসিরা। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে লড়াই জমিয়ে তোলে কিউইরা। তারা স্কোরবোর্ডে তোলে ৩৭২ রান। আগের ইনিংসের লিড থাকায় অসিদের সামনে লক্ষ্য পড়ে ২৭৯ রানের। যা তাড়া করে জয়ের বন্দরে নোঙর ফেলে কামিন্সের দল।
এই ম্যাচে বড় আক্ষেপের নাম ম্যাট হেনরি। তিনি প্রথম ইনিংসে নিয়েছেন সাত উইকেট। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন দুটি। মোট দুই ম্যাচে ১৭ উইকেট নেওয়ার পাশাপাশি ১০১ রান করে সিরিজের সেরা হয়েছে হেনরি। কিন্তু এত দারুণ পারফর্ম করেও পারলেন না দলকে জেতাতে। হারই সঙ্গী হলো নিউজিল্যান্ডের।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১ম ইনিংস: ১৬২
অস্ট্রেলিয়া : ১ম ইনিংস: ২৫৬
নিউজিল্যান্ড : ২য় ইনিংস: ৩৭২
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ২৭৯, আগের দিন ৭৭/৪) ৬৫ ওভারে ২৮১/৭( স্মিথ ৯, খাওয়াজা ১১, লাবুশেন ৬, গ্রিন ৫, হেড ১৮, মার্শ ৮০, কেয়ারি ৯৮*, স্টার্ক ০, কামিন্স ৩২*; সাউদি ১৪-১-৩৯-১, হেনরি ১৯-১-৯৪-২, সিয়ার্স ১৭-২-৯০-৪, ফিলিপস ১২-২-২৭-০, কুগেলাইন ৩-১-১০-০)।
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী।
সিরিজ: দুই ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অ্যালেক্স কেয়ারি।
ম্যান অব দ্য সিরিজ: ম্যাট হেনরি।