উইলিয়ামসনদের বিশ্বকাপ জার্সি প্রকাশ্যে
সবার আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের নেতৃত্বে শক্তিশালী স্কোয়াড গড়েছে কিউইরা। আর এবার সামনে এলো তাদের আসন্ন বিশ্বকাপের কিট। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিউজিল্যান্ড তাদের এই নয়া জার্সির ছবিও প্রকাশ করেছে।
অনেকটা ১৯৯৯ সালের বিশ্বকাপের জার্সির ধাঁচে বানানো হয়েছে এবারের বিশ্বকাপের জার্সিটি। কিউইরা তাদের ক্যাপশনেও সেকথা লিখেছে। ক্যাপশনে লেখা হয়েছে '১৯৯৯ সালের বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে এই জার্সি। যা আগামীকাল থেকে নির্দিষ্ট স্টোরে পাওয়া যাবে।’ অর্থাৎ ২০২৪ সালের টি-টোয়েন্টি কিটের জন্য তারা ১৯৯৯ সালের কিটকেই প্রাধান্য দিয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৯ বিশ্বকাপ দলের কিটের সঙ্গে মিল রেখে ফিরোজা রঙের আদলে করা হয়েছে নতুন জার্সির ডিজাইন। বুকের মাঝে সাদা রঙ দিয়ে লেখা নিউজিল্যান্ড। পাশাপাশি বুকের বাঁ দিকে রয়েছে নিউজিল্যান্ডের প্রখ্যাত সিলভার ফার্ণ পাতা। ডানদিকে রয়েছে আইসিসি বিশ্বকাপ ২০২৪ সালের লোগো।
নিউজিল্যান্ড দলের তরফেও তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেই এই নয়া জার্সি প্রকাশ করা হয়েছে। মার্ক চাপম্যান, টিম সাউদি, জিমি নিশাম, মাইকেল ব্রেসওয়েল ও ইশ শোধিদের দেখা গিয়েছে নতুন জার্সি পড়ে সোশ্যাল মিডিয়াতে পোজ দিতে।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড :
কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ শোধি ও টিম সাউদি।