ফর্মে ফিরতে কঠোর পরিশ্রম করছেন লিটন
সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লিটন দাসকে নিয়ে চিন্তা বাড়ছে। বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার অনেকদিন ধরেই ছন্দহীন। তাকে নিয়ে চলছে বিস্তর সমালোচনা। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও ব্যর্থ তিনি। চট্টগ্রামে গতকাল শুক্রবার (৩ মে) মাত্র এক রানে আউট হন লিটন।
ক্রমাগত ব্যর্থতায় সমালোচিত লিটনের পাশে দাঁড়িয়েছে কোচিং প্যানেলের সদস্যরা। বিশেষত লিটনদের নিয়ে যাদের কাজ, সেই ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প জানান, ফর্মে ফিরতে বেশ পরিশ্রম করছেন লিটন। খেলোয়াড়দের জীবনে উত্থান-পতন আসবেই।
চট্টগ্রামে আজ গণমাধ্যমের মুখোমুখি হন হ্যাম্প। এ সময় তিনি বলেন, ‘এটি ঠিক যে, লিটন রান পাচ্ছে না। তবে, সে কঠোর পরিশ্রম করছে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের জীবনে উত্থান-পতন আসবেই। লিটনের এখন সেই সময়টা যাচ্ছে। সে এখন অতটা ধারাবাহিকভাবে খেলছে না। কিন্তু, পরিশ্রম থেমে নেই। আশা করি, শীঘ্রই কাঙ্খিত ছন্দে ফিরবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামীকাল। প্রথম ম্যাচ জয়ের পর মাথায় হোয়াইটওয়াশের চিন্তা আছে কি না, প্রশ্ন করা হলে হ্যাম্প জানান, এখনই এসব চিন্তা করছে না দল। ম্যাচ ধরে এগোনোই আমাদের পরিকল্পনা।
ব্যাটিং কোচ বলেন, ‘হোয়াইটওয়াশ খুব কঠিন। এখনই এসব নিয়ে চিন্তা করছি না। আমরা একটি দারুণ ম্যাচ শেষ করেছি। এখন সামনের ম্যাচ নিয়ে ভাবছি। ম্যাচ ধরে এগোনোই আমাদের পরিকল্পনা।’