কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছি : রিজওয়ান
সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। তিন ফরম্যাটেই এগিয়ে আছেন সমসাময়িকদের চেয়ে। সমকালের গন্ডি ছাড়িয়ে ভারত তো বটেই, ক্রিকেটেরই অন্যতম সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। অন্যদিকে, পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। কোহলিকে নিয়ে বন্দনায় মাতলেন এই তারকা।
ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে বৈরিতা থাকলেও নিজেদের মধ্যে সোহার্দ্য বজায় রেখেছেন দুদলের ক্রিকেটাররা। রিজওয়ান জানান, কোহলির কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম আজ সোমবার (১৩ মে) প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে এমন তথ্য।
পাকিস্তান তারকা রিজওয়ান বলেন, ‘কোহলির সম্পর্কে বলতে হলে, আমি বলব তিনি গ্রেট ক্রিকেটার। চাপের মুখে কিংবা রান তাড়ায় তিনি দারুণ খেলেন। সম্ভবত সময়ের সেরা। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি তাকে শ্রদ্ধা করি।’
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত আসরের রানার্সআপ পাকিস্তান। অপর দিকে, সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হয়েছে ভারত। ২০১৩ সালের পর আইসিসির কোনো ইভেন্টে শিরোপা নেই ভারতের। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল দেশটি। ২০১৩-তে জেতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কোহলি তখন একেবারেই তরুণ।দেশটির সাবেক ক্রিকেটার বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং মনে করেন, কোহলির একটি বিশ্বকাপ প্রাপ্য।
সম্প্রতি যুবরাজ বলেন, ‘কোহলি সময়ের সেরা ক্রিকেটার। প্রায় সব রেকর্ডই ভেঙেছেন তিনি। তার মতো একজনকে কেবল একটা বিশ্বকাপে মানায় না। আরেকটি বিশ্বকাপ পদক (চ্যাম্পিয়নদের যে মেডেল দেওয়া হয়) প্রাপ্য তার।’