চমক দিয়ে ইউরোর প্রাথমিক দল ঘোষণা স্পেনের
জুন থেকে জার্মানিতে বসবে ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্ট উয়েফা ইউরো। আসরকে সামনে রেখে বেশ কয়েকটি দেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তালিকায় যুক্ত হলো স্পেন ফুটবল দলের নাম। গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, আজ সোমবার (২৭ মে) ইউরোর জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল প্রকাশ করেছে স্পেন।
প্রাথমিক দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড হোসেলু। চলতি মৌসুমে নিজেকে প্রমাণ করেছেন তিনি, গুরুত্বপূর্ণ ম্যাচে হয়ে উঠেছিলেন মাদ্রিদের রক্ষাকর্তা। এ ছাড়া ফরোয়ার্ড লাইনে আছেন লামিনে ইয়ামাল, আলভারো মোরাতা, মিকেল ওয়ারজাবাল। ফরোয়ার্ড লাইন খুব একটা তারকায় ঠাসা নয় লা রোজাদের।
তিন গোলরক্ষক হলেন—উনাই সিমোন, ডেভিড রায়া ও অ্যালেক্স রেমিরো। রক্ষণভাগের নেতৃত্ব অবশ্য থাকছে দক্ষ পায়েই। দানি কার্ভাহাল ও নাচো ফার্নান্দেজরা দলে থাকা মানে প্রতিপক্ষের আক্রমণভাগ মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে থাকা।
মিডফিল্ডে আছেন রদ্রিগো, ফ্যাবিয়ান, পেদ্রি, অ্যালেক্স গার্সিয়ারা। সবমিলিয়ে স্পেন দলে বেশিরভাগ ফুটবলারই তরুণ। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেলে ইউরো অভিযান শুরু করবে স্পেন।
ইউরোতে স্পেন মুখোমুখি হবে ক্রোয়েশিয়া, ইতালি ও আলবেনিয়া। আগামী ১৫ জুন প্রথম ম্যাচে মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে নামবে স্পেন। দ্বিতীয় ম্যাচে ২১ জুন ইতালি ও গ্রুপপর্বের শেষ ম্যাচে আলবেনিয়াকে মোকাবিলা করবে লা রোজারা।