বাতিলের খাতায় ছিলেন মাহমুদউল্লাহ, বিশ্বাস হচ্ছে না ভারতীয় ধারাভাষ্যকারের
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ বলে ১৬ রানের ইনিংসে রুদ্ধশ্বাস এক জয় ছিনিয়ে নেয় মাহমুদউল্লাহ। অথচ এই রিয়াদই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হারান নেতৃত্ব। এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাননি খেলার সুযোগ। রিয়াদকে বাতিলের খাতায় দেখে অবাক ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
আজ শনিবার (৮ জুন) ম্যাচ শেষে জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসান। তিনি বেশ অবাকই হয়েছেন যে এই মাহমুদউল্লাহকেই বাতিলের খাতায় ফেলে দিয়েছিল বাংলাদেশ। তিনি টুইটে লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না বাংলাদেশ কয়েকদিন আগে মাহমুদউল্লাহকে উপেক্ষা করার কথা ভাবছিল।’
বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর নিজেকে আরও শানিয়ে মাঠে ফেরেন এই ব্যাটার। চলতি বছর স্বপ্নের মতো ফর্ম কাটিয়েছেন তিনি। এবছর ১১ ম্যাচের ৮ ইনিংসে ব্যাটিং করে ১৯৩ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গড় ৩৮.৬০ এবং স্ট্রাইক রেট ১৪২.৯৬। তার পারফরম্যান্সই বলে দিচ্ছে হাল ছাড়ার পাত্র নন তিনি।
রিয়াদের পাশাপাশি তাওহিদ হৃদয়কেও প্রশংসায় ভাসিয়েছেন হার্শা। আরেক টুইটে হার্শা লিখেছেন, ‘তাওহিদ হৃদয়ের ব্যাপারে অনেক কিছুই শুনেছি এবং তা অতিরঞ্জিত ছিল না। তাকে স্পেশাল খেলোয়াড় বলেই মনে হচ্ছে। তবে বাংলাদেশের জন্য লিটন দাসের ফর্মে ফেরাটা গুরুত্বপূর্ণ। কারণ, আমি বিশ্বাস করি, সাদা বলে সে তাদের সেরা ব্যাটার।’