তাসকিন ইস্যুতে মুখ খুললেন সাকিব
শেষ হলেও যেন রেশ রয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশ ক্রিকেট দলের বেলায় এটি আরও বেশি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর ক্রিকেটারদের নিয়ে হয়েছে সমালোচনা। এরই মধ্যে হঠাৎ করেই সামনে আসেন তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্বে থাকা তাসকিন একটি ম্যাচে একাদশে থাকেননি। ঘুমের কারণে ম্যাচটি মিস করেন তিনি!
একটি বেসরকারি টেলিভিশনে গতকাল সোমবার (১ জুলাই) তাসকিনকে নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঘুমের জন্য টিম বাস মিস করেছেন তাসকিন। পরবর্তীতে শাস্তি হিসেবে তাকে সেই ম্যাচে আর খেলায়নি টিম ম্যানেজমেন্ট।
এমন অভিযোগের পরই ক্রিকেটপাড়ায় বিষয়টি নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ এক কর্মকর্তা অবশ্য ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। পাশাপাশি সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন তাসকিন, বলেও দাবি করা হয়।
এ প্রসঙ্গে আজ কথা বলেন সাকিব আল হাসান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। সেখানে তিনি জানান, তাসকিনের ব্যাপার দলের সবাই স্বাভাবিকভাবে নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে। বিষয়টি সেখানেই শেষ হয়েছে।
সাকিব বলেন, ‘নিয়ম অনুযায়ী সাধারণত টিমবাস কারও জন্য অপেক্ষা করে না। সময়মতোই ছাড়ে। পরবর্তীতে খেলোয়াড়রা নিজের মতো ম্যানেজ করে মাঠে পৌঁছায়। ওয়েস্ট ইন্ডিজের পরিবহণ ব্যবস্থা তুলনামূলক একটু কঠিন। যে কারণে তাসকিন পরে মাঠে যেতে দেরি করে। সম্ভবত টসের ৫-১০ মিনিট আগে সে মাঠে যায়। তখন তাকে একাদশে রাখার মতো পরিস্থিতি ছিল না। সে ম্যাচের জন্য প্রস্তুত ছিল কি না, সেটিও দেখতে হয়েছে। পরে সবার কাছে তাসকিন ক্ষমা চেয়েছে। সবাই স্বাভাবিকভাবে নিয়েছে। বিষয়টি সেখানেই শেষ।’