ম্যাচ জিতে ফটোশুটে সাকিব
জাতীয় দলের ব্যস্ততা না থাকায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে সময় পার করছেন সাকিব আল হাসান। প্রথমবারের মতো খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। টুর্নামেন্টে অভিষেক ম্যাচেই ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই তারকা। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে গতকাল শনিবার (৬ জুলাই) মাঠে নেমেছিল সাকিবের দল।
টেক্সাস সুপার কিংসকে ১২ রানে হারিয়ে এমএলসি ২০২৪ এ শুভ সূচনা করেছে এলএ নাইট রাইডার্স। অভিষেকেই অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব। ব্যাটিংয়ে ঝড়ো ১৮ রানের পাশাপাশি বল হাতে এক উইকেট শিকার করেন তিনি।
ম্যাচ শেষে দলের ফটোশুটে অংশ নেন তিনি। খেলারই অংশ এই ফটোশুটে সাকিবের সঙ্গে ছিলেন ডেভিড মিলার ও আন্দ্রে রাসেল। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা সাকিবের সঙ্গে একই দলে খেলছেন। ফটোশুটের ছবি আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন এলএ নাইট রাইডার্স। ছবির ক্যাপশনে লিখেছে, ‘গুড মর্নিং নাইটস আর্মি।’
এমএলসিতে যাওয়ার আগে সাকিবের সাম্প্রতিক ফর্ম খুব একটা আশা জাগানিয়া ছিল না। বিশ্বকাপেও সাকিবসুলভ ছন্দে দেখা যায়নি তাকে। শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ছায়া হয়ে ছিলেন তিনি। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ খেললেও র্যাঙ্কিংয়ে ওপরে উঠেছেন। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে অলরাউন্ডারের তালিকায় এক ধাপ এগিয়ে ছয় থেকে পাঁচে উঠে এসেছেন তিনি। সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ২০৬।