বাংলাদেশের বন্যাদুর্গতদের জন্য রিজওয়ানের বার্তা
স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলার অন্তত ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে বন্যা দুর্গতদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুশফিক-তামিমের মতো দেশসেরা ক্রিকেটাররা। সেই তালিকায় এবার যোগ দিলেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। বন্যার্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই উইকেটরক্ষক ব্যাটার।
তামিম মুশফিক ছাড়াও দেশের মানুষকে বন্যাদুর্গতদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, রুবেল হোসেন, নুরুল হাসান, এনামুল হকরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। সবাই নিজের অবস্থান থেকে এগিয়ে আসার চেষ্টা করছেন।
এমতবস্থায় পাকিস্তানি ক্রিকেটার রিজওয়ান নিজের এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘বাংলাদেশে বিধ্বংসী বন্যা আঘাত হেনেছে। আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের সঙ্গে আছে। আমি এই কঠিন সময়ে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে উদারভাবে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি।’
রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলছেন রিজওয়ান। প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ১৭১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ব্যাটার। বাংলাদেশের সঙ্গে অবশ্য রিজওয়ানের সম্পর্কটা নতুন নয়। এর আগে বিপিএল ছাড়াও জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে বিপিএল মাতানোর সময় তাকে ঘিরে ভক্তদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো।