সিরিজ সেরার অর্থ রিকশাচালকের পরিবারকে দেওয়ার ঘোষণা মিরাজের
‘দুর্দান্ত’—পাকিস্তান সিরিজে মেহেদী হাসান মিরাজকে এক শব্দে বর্ণনা করতে গেলে এতটুকুই যথেষ্ট। দেশের বাইরে প্রথমবার সিরিজ সেরার পুরস্কার তো হাতে এমনি এমনি আসেনি। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে অসাধারণ এক সেঞ্চুরি করেছেন লিটন দাস। যে শতকে বদলে যায় ম্যাচের দৃশ্যপট। সেখানেও লিটন নিজেকে নয়, কৃতিত্ব দিয়েছেন মিরাজকে।
দুই টেস্টেই সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। দলের অন্যতম সেরা অলরাউন্ডার অবদান রাখলেন ব্যাট-বল দুটিতেই। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দুই ইনিংসে পাঁচ উইকেট নেন। ব্যাট হাতে এক ইনিংস খেলার সুযোগ পেয়ে করেন ৭৭ রান। দ্বিতীয় টেস্টে আরও আগ্রাসী এই তারকা। প্রথমে ফাইফার, পরে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস। সবমিলিয়ে সিরিজে ১০ উইকেট ও ১৫৫ রান করেন তিনি।
সিরিজ সেরা মিরাজ নিজের পুরস্কারের পাঁচ লাখ পাকিস্তানি রুপির পুরোটাই দিয়ে দেন এমন একজনকে, যার কথা হয়ত ভাবেনি কেউ! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো একজন রিকশাচালকের পরিবারকে পুরস্কারের অর্থ প্রদানের ঘোষণা দেন মিরাজ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মিরাজ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন। পরে তিনি মারা যান। ম্যাচ অব দ্য সিরিজের পুরো অর্থ আমি সেই রিকশাচালকের পরিবারকে দিতে চাই।’
পুরস্কার পেয়ে পুলকিত মিরাজ নিজেকে নিয়ে বলেন, ‘দেশের বাইরে আমার প্রথম ম্যান অব দ্য সিরিজ, অবশ্যই দারুণ লাগছে। পাকিস্তানের পেস নির্ভর উইকেটে স্পিনার হয়ে পাঁচ উইকেট পেয়েছি, এটা আসলে অনেক বড় ব্যাপার। দলের সবাই সাহায্য করেছে। সবার সমর্থন ছিল। আশাকরি সামনে আমি আরও ভালো করতে পারব।’