টপঅর্ডার ব্যাটারদের কাছে যে প্রত্যাশা মিরাজের
ঘরের মাঠেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারলেন না বাংলাদেশ দলের ব্যাটাররা। বোলাররা চেষ্টা করেছিলেন, কিন্তু লড়াইয়ের রসদ তো থাকতে হবে। হতাশার পুরোনো গল্প লিখে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের হার সাত উইকেটে।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার গল্পটা পুরোনো। কিছুতেই যেন কিছু হচ্ছে না। বিশেষত, টপঅর্ডার ছন্দে নেই অনেক দিন ধরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের বড় কারণ ব্যাটিংয়ে ভালো না করা, যা স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। এই ম্যাচে অবশ্য ৯৭ রানের দারুণ এক ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসে মিরাজও কাঠগড়ায় তুললেন টপঅর্ডারকে। পাশাপাশি জানালেন প্রত্যাশার কথা।
মিরাজ বলেন, ‘ব্যাটিংয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমাদের কিছু কিছু জায়গায় ঘাটতি হচ্ছে, এজন্য ব্যাটিংয়ে ভুল করছি আমরা। ওপরের দিকে ভালো জুটি করার বিকল্প নেই। টপঅর্ডার থেকে যদি ভালো শুরু করা যায় তাহলে পরের ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়ে যায়।’
অলরাউন্ডার মিরাজ আরও যোগ করেন, ‘দু-একজন ভালো খেললে কখনই দল ভালো পারফর্ম করতে পারবে না। তবে, আমাদের উন্নতির অনেক জায়গা আছে। ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। টেস্ট ক্রিকেটে যদি রান না তুলতে পারি, বোলারদের কাজ কঠিন হয়ে পড়ে। সবাই রান করবে না। যে তিন-চারজন রান করবে, তারা যেন বড় ইনিংস খেলতে পারে। আশা করি সামনের দিনগুলোতে আমরা ঘুরে দাঁড়াতে পারব।’