অকালেই সবাইকে ছেড়ে গেলেন ফুটবলার মার্কো
মার্কো আনগুলো—ইকুয়েডর জাতীয় দলের এই ফুটবলার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অক্টোবর মাসের ৭ তারিখে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এরপর প্রায় এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে হার মেনেছেন ২২ বছর বয়সী আনগুলো। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন।
আনগুলোর ক্লাব এলডিইউ কুইতো এক বিবৃতিতে লিখেছে, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় খেলোয়াড় মার্কো আনগুলো মারা গেছেন। তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।’
ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ইকুয়েডরের সাবেক ফুটবলার, যে প্রতিভা ও নিবেদন দিয়ে যখনই সুযোগ পেয়েছে আমাদের দেশের মুখ রক্ষা করছে। শুধু দুর্দান্ত একজন ফুটবলারই ছিল না, মার্কো দারুণ একজন টিমমেটও ছিল।’
২০২০ সালে ইকুয়েডরের ইন্দিপেন্দেন্তে জুনিয়র্সরে হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন আনগুলো। এরপর মেজর লিগ সকারের ক্লাব এফসি সিনসিনাটিতে যোগ দেন তিনি। এ বছর ধারে কুইতোতে যোগ দিয়েছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার। গত ২০২২ সালে ইকুয়েডরের জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। সেই যাত্রা তিন ম্যাচেই থেমে গেল তার।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর কুইতো শহরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন আনগুলো। তার সঙ্গে আরও দুজন আহত হন। তারপর থেকেই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। ইকুয়েডরের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন নিহত হয়েছেন। অন্য দুজনের অবস্থা এখন পর্যন্ত জানা যায়নি।