চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে তিন বিকল্প ভাবনা পিসিবির
চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে এখনও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি আইসিসি। অবশেষে আসন্ন এই টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জরুরি সভা ডাকতে বাধ্য হয়েছে আইসিসি। আজ শুক্রবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে সেই কাঙ্খিত সভা। এর আগে টুর্নামেন্টটি নিয়ে তিন বিকল্প ভাবনার কথা জানাল পিসিবি।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে তিনটি বিকল্পের কথা জানিয়েছে পিসিবি। তবে, এর মধ্যে হাইব্রিড মডেলকেই আপাতদৃষ্টিতে সম্ভাব্য সমাধান হিসেবে ধরা হচ্ছে।
১. প্রথমত হাইব্রিড মডেল— এই হিসেবে বেশিরভাগ ম্যাচই খেলা হবে পাকিস্তানে। তবে, যে ম্যাচগুলোতে ভারত অংশ নেবে, সেগুলোতে পাকিস্তানের বাইরে অনুষ্ঠিত হবে। ভারত ফাইনালে উঠলে সেটিও পাকিস্তানের বাইরেই হবে।
২. দ্বিতীয় বিকল্প হিসেবে ভাবা হচ্ছে নতুন কোনো ভেন্যুকে। আপাতদৃষ্টিতে দুবাই ও দক্ষিণ আফ্রিকার নাম শোনা যাচ্ছে। তবে, তিনমাসের মতো সময় বাকি থাকায় নতুন কোথাও চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করাও বেশ চ্যালেঞ্জিং।
৩.ভারতকে ছাড়া আয়োজন—পুরো টুর্নামেন্ট পাকিস্তানেই হবে, সেক্ষেত্রে অংশ নিতে পারবে না ভারত। যদিও এই বিকল্পটি অনেকটা অসম্ভব মনে হচ্ছে। কারণ আইসিসি ইভেন্টে ভারতের অংশগ্রহন আইসিসির আয়েও বেশ প্রভাব ফেলে। যারফলে পাকিস্তানকে খুশি করতে দিনশেষে এতবড় সিদ্ধান্ত যে নেবে না আইসিসি, সেটা অনেকটাই অনুমিত।
এই বিষয়ে পিসিবি সভাপতি মহসিন নাকভি জানিয়েছেন, ‘আমরা চেষ্টা করব এমন কিছু করার যেটা পাকিস্তান ক্রিকেটের জন্য মঙ্গলজনক। তবে, একটা কথা মনে করিয়ে দিতে চাই যে, পাকিস্তান সবসময় ভারতে যাবে; আর ভারত কখনও খেলতে আসবে না এটা আর সম্ভব নয়।’