বাফুফে সাধারণ সম্পাদক পদে মেয়াদ বাড়ল তুষারের
গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন তাবিথ আউয়াল। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি ও সদস্য—এই চার পদে ২১ জন নির্বাচিত হন। তবে, মেয়াদ শেষ না হওয়ায় সাধারণ সম্পাদকের পদে বহাল ছিলেন ইমরান হোসেন তুষার।
২০২৩ সালের এপ্রিলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয় তুষারকে। তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ দুর্নীতির দায়ে ফিফা থেকে নিষিদ্ধ হন। পরে জরুরি সভায় সেই পদে তুষারকে নিয়োগ দেওয়া হয়। এতদিন ভারপ্রাপ্ত থাকলেও এবার তাকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে বাফুফে।
আজ বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় বাফুফের কার্যনির্বাহী সদস্যদের সভা। সভা শেষে সাধারণ সম্পাদকের স্থায়ীকরণের বিষয়টি নিশ্চিত করেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, সবার সম্মতিতে তুষারকে স্থায়ীকরণের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
আমিরুল ইসলাম বলেন, এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ছিল সাধারণ সম্পাদকের। আজকের সভায় সব সদস্যের সম্মতিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সিদ্ধান্ত নেন, তুষারই থাকছেন দায়িত্বে। আগামী দুই বছর পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।