মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপসেরা বাংলাদেশ
২৪ ঘণ্টা আগেই বিজয় দিবসের সকাল জয়ে রাঙিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দারুণ পারফরম্যান্সে কুয়ালালামপুরে শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করে বাংলার মেয়েরা। এবার আরেকটি জয় ধরা দিল বাংলাদেশের।
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকেও গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শেষ চারে খেলবে লাল-সবুজ দল।
ব্যাট হাতে আগেই নিজেদের পুঁজি গড়ে নিয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। কিন্তু জবাব দিতে নামা মালেশিয়াকে স্রেফ দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। মাত্র ১৪.৫ ওভারে স্বাগতিকদের ২৯ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। তাতে ১২০ রানের বিশাল জয় নিয়ে এশিয়া কাপে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
মালশিয়ার ব্যাটারদের থিতুই হতে দেয়নি বাংলাদেশ। এমনকি তাদের কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেনি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। বাকিদের স্কোর যথাক্রমে—০,৩,৩,০,১,১,২,১,১ ও ০। অতিরিক্ত থেকে এসেছে ১২টি রান। মূলত মালেশিয়ার ইনিংস ২৯ রানে গিয়েছে এই অতিরিক্ত ১২ রানের কারণেই।
বাংলাদেশের হয়ে বল হাতে অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ উইকেট নেন। আর লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৪৯/৫ (ছোঁয়া ২৬, ইভা ১৯, সুমাইয়া ১, জান্নাতুল ৪৫*, সুমাইয়া ১২, আফিয়া ৩, সাদিয়া ৩১*; মানিভানান ৪-০-৩৭-০, সিউহাদা ৪-০-৩২-০, দানিয়েল ৪-০-২৫-২, মারসিয়া ৪-০-১৯-৩, নোরমিজান ৪-০-৩১-০)।
মালেয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ১৪.৫ ওভারে ২৯ (হাইরুন ৫, নাবিল ৩, সাইফিকা ৩; ফারজানা ৩-১-৮-০, নিশিতা ৩.৫-১-৩-৫, আনিসা ৪-১-৫-২, হাবিবা ৪-১-৫-৩)।
ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: জান্নাতুল মাওয়া।