রেকর্ড ও ভিন্নতার স্বাদে বছর কাটালেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোর নামটাই যথেষ্ট আলোচনায় থাকার জন্য। তবে, মানুষটি যখন রোনালদো তখন শুধু নামেই নয়, কাজেও নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যান তিনি। বিদায়ী বছর ২০২৪ এ-ও ঘটেনি এর ব্যতিক্রম। মাঠ ও মাঠের বাইরে সরব রোনালদো ’২৪ এ অনেক নতুনের নঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন ভক্ত-সমর্থকদের।
২০২৪ সালে ফুটবলার রোনালদো হাজির হন নতুন অবতারে। ইউটিউবে ‘ইউর ক্রিস্টিয়ানো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেন সিআরসেভেন। পর্তুগিজ মহাতারকার জনপ্রিয়তা ঠিক কতটা, সেটি কাগজে-কলমে হিসেব করা বেশ কঠিন। মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি।
রোনালদো ইউটিউব চ্যানেল খুলবেন আর তা নিয়ে হইচই পড়বে না, এমন ভাবা বোকামি। পড়েছেও শোরগোল। ইউটিউবের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ৫০ মিলিয়ন সাবস্ক্রাইবারের রেকর্ড গড়েন তিনি। প্রথম ৫ মিনিটেই এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়। দেড় ঘণ্টায় স্পর্শ হয় এক মিলিয়নের ঘর।
মাঠের বাইরে রোনালদো দেখান আরও একটি ঝলক। ভক্তদের কাছে তিনি অনুপ্রেরণার আরেক নাম। বিদায়ী বছরটাতে তিনি স্পর্শ করেন এক বিলিয়ন অনুসারীর সংখ্যা। ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স, ইউটিউবসহ আর কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে রোনালদোর অনুসারী সংখ্যা ১০০ কোটির বেশি। যার ধারেকাছে নেই কেউ।
মাঠের বাইরের এসব অর্জন সম্ভব হয়েছে মাঠের রোনালদোর সাফল্যে। পেশাদার ক্যারিয়ারের (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে) ৯০০ গোলের মাইলফলক রোনালদো ছুঁয়েছেন ২০২৪ সালে। একবিংশ শতাব্দীতে আর কোনো ফুটবলার যে কীর্তি গড়তে পারেননি। বিদায়ী বছরে রোনালদো ভাঙেন সৌদি প্রো লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ৩৪ গোলের রেকর্ড। ইংল্যান্ড, স্পেন ও ইতালির পর সৌদিতে এক সিজনে সবচেয়ে বেশি গোল করলেন রোনালদো।
চারটি ভিন্ন লিগে এমন কীর্তি গড়তে পারেননি ফুটবল দুনিয়ায় আর কোনো খেলোয়াড়। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের পর আল-নাসের। যেখানেই গেলেন রোনালদো, একটু দম নিলেন। তারপর যেন চোখ বোলালেন কী কী ভাঙা যায়, সেদিকে। ব্যস, নেমে পড়লেন।
সবকিছুর প্রভাব পড়েছে তার আর্থিক অবস্থায়। ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ধনী হিসেবে ইতোমধ্যে সমাদৃত তিনি। ২০২৪ সাল শেষ করেছেন শীর্ষে থেকেই। শুধু ফুটবলারদের মধ্যে নয়, টানা চতুর্থবারের মতো অ্যাথলেটদের মধ্যে শীর্ষ ধনী হিসেবে বছর শেষ করেন সিআরসেভেন। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তথ্যমতে, ২০২৪ সালে রোনালদোর আয় ২৮৫ মিলিয়ন মার্কিন ডলার।
আসছে ফেব্রুয়ারিতে ৪০ এর ঘরে পা রাখবেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। এখনও তার উদ্যম হার মানায় টগবগে তারুণ্যকে। সাফল্যের ক্ষুধায় রোনালদো এগিয়ে যাচ্ছেন রোজ একটু একটু করে। তিনি বরাবরই চিন্তা করেন আউট অব দ্য বক্স। তিনি স্বপ্ন দেখতে ভালোবাসেন। স্বপ্নের পিছু ছুটতে চান। তা ধরার আগ পর্যন্ত না থামার মানসিকতাই তাকে এগিয়ে রাখে অন্যদের চেয়ে।