আউট বিতর্কে নতুন মোড়, হেডকে কিছু বলেছিলেন জয়সওয়াল?
মেলবোর্ন টেস্টে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে সরগরম ক্রিকেটমহল। তিনি আউট ছিলেন কি না, প্রযুক্তির সঠিক ব্যবহার করা হয়েছিল কি না, তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কি না— তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সেই বিতর্কে এবার এলো নতুন মোড়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন ক্রিকেট এক্স একাউন্টে ট্রাভিস হেড-জয়সওয়ালের মধ্যকার কথোপকথনের ভিডিও প্রকাশ করে। ঠিক কি বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে, তা পরিষ্কার বোঝা যায়নি। তবে, জয়সওয়াল যে ইতিবাচক কিছু একটা বলেছেন, তা বোঝা গেছে হেডের অভিব্যক্তিতে। জয়সওয়ালের সঙ্গে কথোপকথনের পরই হাত উচিয়ে উল্লাস করতে দেখা যায় হেডকে। জয়সওয়ালের আউট বিতর্কে যা এক নতুন মোড়।
ভিডিওটি সামনে আসার পর ক্রিকেট সংশ্লিষ্টদের দাবি, আউটের বিষয়টি আগেই জানতেন জয়সওয়াল। তিনি নিজেই গ্লাভসে বল লাগার বিষয়টিও নিশ্চিত করেছেন হেডকে। নাহলে কেন ওভাবে উল্লাস করলেন হেড। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি দুই দলের কোনো ক্রিকেটার।
উল্লেখ্য, মেলবোর্ন টেস্টে প্যাট কামিন্সের ৭১তম ওভার, ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার দরকার তখন ৪ উইকেট, ভারতের ২০০ রান। এমন সময়ে বাউন্সারে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জয়সওয়াল। বল জমা পড়ে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে, ক্যাচের আবেদন করে অসিরা। মাঠ আম্পায়ার আউট না দেয়ায় কামিন্সের রিভিউয়ে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার দুয়ারে। রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। কিন্তু স্নিকোমিটারে লাইনগুলো বড় হয়ে ওঠার কথা থাকলেও তা দেখা যায়নি। তবুও আউটের সিদ্ধান্তই দেন সৈকত। যা নিয়ে রীতিমত ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সমর্থকরা।