উইকেট উৎসবের পিচে মুগ্ধতা ছড়ালেন পন্থ
সিডনি টেস্টের প্রথম দিন থেকে উইকেটে সিম মুভমেন্ট বেশি। অসমান উইকেটে গোটা দুদিন বোলারদের দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টের প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিনও বোলিং দাপটে শেষ হলো।
তবে বোলারদের দাপটের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন রিশাভ পন্থ। কঠিন উইকেটে রান তো তুললেনই দেখালেন কীভাবে ঝড় তুলতে হয়! যেখানে সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে ছুটছিলেন সেখানে সিডনিতে ঝড় তুলে পন্থ উপহার দিলেন ১৮৪.৮৪ স্ট্রাইক রেটে ৬১ রানের ইনিংস। ছয়টি বাউন্ডারি আর চার ছক্কায় যা সাজানো ছিল স্রেফ ৩৩ বলে দিয়ে।
পন্থের এমন ইনিংসের পর উইকেটকে কঠিন মনে হওয়ার উপায় নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন। বোলিং রাজত্বে পন্থ মাথা তুলে দাঁড়াতে পারলেও ভারত ও অস্ট্রেলিয়া দুদলই ভুগেছে যথেষ্ট।
আজ শনিবার (৪ জানুয়ারি) টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত ৬ উইকেটে ১৪১ রান নিয়ে দিন শেষ করেছে। প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রান করা ভারতের লিড দাঁড়িয়েছে ১৪৫ রানে। এই লিড নিয়ে আগামীকাল শুরু করবে তারা তৃতীয় দিনের লড়াই।
তবে এই লিডটা আরও বড় হতে পারতো তাদের। যদি না বাধা হয়ে দাঁড়াতেন স্কট বোল্যান্ড। প্রথম ইনিংসে চার উইকেটের স্বাদ পাওয়া বোল্যান্ড দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন চার উইকেট। সঙ্গে প্যাট কামিন্স ও ওয়েবস্টারের বোলিংয়ে ৬ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
তার আগে ভারতের ১৮৫ রানের বিপরীতে প্রথম ইনিংসে নেমে ১৮১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর ব্যাটিংয়ে নেমে ভারতের অবস্থাও নড়বড়ে। তবে, টেলএন্ডারদের নিয়ে আগামীদিন লিড কতটা বাড়িয়ে নিতে পারে ভারত সেটাই দেখার অপেক্ষা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ১৮৫
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন ৯/১) ৫১ ওভারে ১৮১ (কনস্টাস ২৩, লাবুশেন ২, স্মিথ ৩৩, হেড ৪, ওয়েবস্টার ৫৭, কেয়ারি ২১, কামিন্স ১০, স্টার্ক ১, লায়ন ৭*, বোল্যান্ড ৯; বুমরাহ ১০-১-৩৩-২, সিরাজ ১৬-২-৫১-৩, প্রাসিধ ১৫-৩-৪২-৩, নিতিশ ৭-০-৩২-২, জাদেজা ৩-০-১২-০)।
ভারত ২য় ইনিংস: ৩২ ওভারে ১৪১/৬ (জয়সওয়াল ২২, রাহুল ১৩, গিল ১৩, কোহলি ৬, পন্থ ৬১, জাদেজা ৮*, নিতিশ ৪, ওয়াশিংটন ৬*; স্টার্ক ৪-০-৩৬-০, কামিন্স ১১-৪-৩১-১, বোল্যান্ড ১৩-৩-৪২-৪, ওয়েবস্টার ৪-১-২৪-১)।