দল থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন লিটন
ক্রিকেটপাড়ায় গুঞ্জন উঠেছিল, লিটন দাসকে রাখা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফি দলে। রোববার (১২ জানুয়ারি) যখন দল ঘোষণা হলো, সত্যি হয়েছে গুঞ্জন। ফর্মহীনতার কারণে দলে রাখা হয়নি লিটনকে। কয়েক ঘণ্টার ব্যবধানে সেই লিটনই চুরমার করে দিলেন ইতিহাস।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না হওয়ার দুঃখ লিটন ঝাড়লেন দুর্বার রাজশাহীর বোলারদের ওপর। বিপিএলের ইতিহাসে ক্রিস গেইলের যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন, বাংলাদেশিদের মধ্যে এককভাবেই দ্রুততম। ৪৪ বলে করা শতকটি লিটনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম। ২২৭.২৭ স্ট্রাইক রেটে ৫৫ বলে ১০টি চার ৯টি ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া নিয়ে কোনো দুঃখ আছে কি না, বিশেষত এমন ইনিংস খেলার পর—সেই প্রসঙ্গে লিটন জানান, এটি এখন অতীত। দলে থাকা না থাকার বিষয়টি তার হাতে নেই। তার যা কাজ, তা করে যেতে চান।
লিটন বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারটা যদি বলেন, সেটা আমার হাতে নেই। এটা সম্পূর্ণ নির্বাচকদের ব্যাপার। শুধু আমি না, তারা কাকে খেলাবেন কাকে রাখবেন না, সেটি তাদের ওপর। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা এতদিন করতে পারিনি। আমার দলে না থাকার বিষয়টি পরিষ্কার, পারফরম্যান্স ভালো ছিল না। এখানে লুকোচুরির কিছু নেই। নির্বাচকদের মনে হয়েছে এই মুহূর্তে আমি দলের জন্য ফিট না। আর এটা এখন অতীত। আমাকে সামনের ম্যাচটাও শূন্য থেকেই শুরু করতে হবে।’