জোড়া সেঞ্চুরিতে রেকর্ড গড়ে রানের পাহাড়ে নিউজিল্যান্ড

পাকিস্তানের ব্যাটিং স্বর্গে দক্ষিণ আফ্রিকার বোলারদের নরকের তিক্ততা দিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় সেমি ফাইনালে আজ বুধবার (৫ মার্চ) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রান তুলেছে কিউইরা। ফাইনালে যেতে প্রোটিয়াদের টপকাতে হবে রেকর্ড রানের দেয়াল।
টসে জিতে আগে ব্যাটিং বেছে নেওয়া নিউজিল্যান্ডের শুরুটা হয়েছে দ্রুতগতির। উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র মিলে যোগ করেন ৪৭ বলে ৪৮ রান। ২৩ বলে ২১ রান করে লুঙি এনগিদির শিকার হন ইয়ং। রাচিন অব্যাহত রেখেছেন আইসিসির ইভেন্টে নিজের সাফল্য। ওয়ানডাউনে নামা কেইন উইলিয়ামসনের সঙ্গে ১৬৪ রানের জুটিতে গড়েন কিউইদের বড় পুঁজির ভিত।
বড় ম্যাচে আবারও নিজেকে প্রমাণ করলেন রাচিন। তুলে নিলেন শতরান। ১০১ বলে ১৩টি চার ও ১ ছক্কায় ১০৮ রান করে কাগিসো রাবাদার বলে বিদায় নেন রাচিন। বড় মঞ্চের তারকা উইলিয়ামসনও পেয়েছেন সেঞ্চুরির দেখা। ৯৪ বলে ১০টি চার ও ২ ছক্কায় ১০২ রান করে উইয়ান মাল্ডারের বলে বিদায় নেন উইলিয়ামসন।
বাকি কাজটা করেন ডেরিল মিচেল ও গ্লেন ফিলিপস। প্রোটিয়া বোলারদের তুলোধুনা করে ন দুজনই। ৩৭ বলে ৪৯ করেন মিচেল। ফিলিপস ছিলেন আরও আগ্রাসী। ২৭ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন ফিলিপস। কিউইরা পায় চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসের সবচেয়ে বড় দলীয় সংগ্রহের দেখা।
প্রোটিয়াদের পক্ষে লুঙি ৩টি উইকেট নিলেও, ১০ ওভারে দেন ৭২ রান। ৭০ রানে ২ উইকেট পান রাবাদা। মাল্ডার নেন একটি।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৫০ ওভারে ৩৬২/৬ (ইয়ং ২১, রাচিন ১০৮, উইলিয়ামসন ১০২, মিচেল ৪৯, লাথাম ৪, ফিলিপস ৪৯*, ব্রেসওয়েল ১৬, স্যান্টনার ২*; জেনসেন ১০-০-৭৯-০, লঙি ১০-০৭২-৩, রাবাদা ১০-১-৭০-২, মাল্ডার ৬-০-৪৮-১, মহারাজ ১০-০-৬৫-০, মার্করাম ৪-০-২৩-০)