ব্রাজিলের পরবর্তী কোচ হবেন কে?

আর্জেন্টিনার বিপক্ষে বড় হারের জেরে বরখাস্ত হয়েছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ দরিভাল জুনিয়র। এক বিবৃতিতে দরিভালের ছাঁটাই হওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। নতুন কোচের খোঁজে সেলেসাওরা। কে হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ?
ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবোর দাবি, পরবর্তী কোচ হিসেবে ব্রাজিলের প্রথম পছন্দ রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তবে নতুন কোচ হিসেবে আনচেলত্তিকে নিতে চাইলেও এখনই তাকে পাচ্ছে না তারা। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে তার। তার আগে এ ইতালিয়ান কোচকে কীভাবে নিজেদের ডেরায় আনতে পারে সেটাই দেখার পালা।
গ্লোবো অবশ্য তাদের প্রতিবেদনে জানিয়েছে, আনচেলত্তিকে না পেলে আরও একাধিক কোচের দিকে নজর আছে ব্রাজিলের। তবে দৌড়ে এগিয়ে আছেন পর্তুগিজ কোচ জোর্জে জেসুস। তিনি বর্তমানে আছেন সৌদি ক্লাব আল-হিলালে। কিন্তু, তাকে যদি নিয়োগ দেয়া হয় তাহলে নেইমারের দলে ফেরা কঠিন হয়ে উঠতে পারে। কারণ আল হিলালে থাকাকালীন এই কোচের সুনজরে ছিলেন না নেইমার।
ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের কোচ হিসেবে দেখা যেতে পারে পেপ গার্দিওলাকেও। সাম্প্রতিক অতীতে জাতীয় দলের কোচ হওয়ার জন্য নিজের আগ্রহের কথা প্রকাশ করেছিলেন গার্দিওলা। কোনো জাতীয় দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিতে চান এমন কথাও জানিয়েছিলেন তিনি। তবে ম্যানচেস্টার সিটি ছেড়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের আগমুহূর্তে এসে গার্দিওলা ব্রাজিলের কোচ হবেন কি না তা সময়ই বলে দেবে।