বরখাস্ত হলেন দরিভাল জুনিয়র

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্ধী আর্জেন্টিনার কাছে হারে বেশ চাপে ব্রাজিল। তখন থেকেই সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্তের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। দরিভালকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
শুক্রবার (২৮ মার্চ) রাতে এক বিবৃতির মাধ্যমে দরিভালকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ব্রাজিল ফুটবল ফেডারেশন। গত বছরের জানুয়ারিতে নেইমারদের কোচ হিসেবে দায়িত্ব নেন দরিভাল। অবশ্য দায়িত্ব নিয়েও ব্রাজিলকে ছন্দে ফেরাতে পারেননি তিনি।
সর্বশেষ আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের বড় হারের পরই নড়েচড়ে বসে সিবিএফ। দরিভালের অধীনে ১৬ ম্যাচ খেলে সাতটি করে জয় ও ড্র পেয়েছে ব্রাজিল। হেরেছে দুটিতে। ২০২৬ বিশ্বকাপের আগে ফের একবার নতুন কোচ নিয়ে খেলতে হবে ব্রাজিলকে।
বিবৃতিতে বলা হয়, ‘দরিভাল জুনিয়র আর ব্রাজিলের দায়িত্বে থাকছেন না। ম্যানেজমেন্ট তাকে ধন্যবাদ জানাচ্ছে ও পরবর্তী ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাচ্ছে। এখন থেকে সিবিএফ তার একজন বিকল্প খুঁজে বের করার চেষ্টা করবে।’
কে হতে পারেন ব্রাজিলের পরবর্তী কোচ। এই বিষয়ে শোনা যাচ্ছে বেশকিছু না। বিশেষ করে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি আছেন সেই তালিকায়। দরিভালের স্থলাভিষিক্ত হওয়ার জন্য কার্লো আনচেলত্তি এখনও ব্রাজিলের প্রথম পছন্দ। এমনটাই বলছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো। এর আগেও বেশ কয়েকবার তার নাম জোরেশোরে শোনা গেলেও শেষমেশ আর যোগ দেননি তিনি।
এই বর্ষীয়ান ইতালিয়ান কোচের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি রয়েছে আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত। তাই শিগগিরই তার ব্রাজিলের দায়িত্ব নেওয়াটা জটিল হতে পারে। সামনেই যেহেতু বিশ্বকাপের মতো আসর, স্বাভাবিকভাবেই তার কাছ থেকে প্রত্যাশাও থাকবে বড়। এত বড় ঝুঁকি নেবেন কিনা আনচেলত্তি, সেটা তো সময়ই বলে দেবে।