অনিয়মের আলাদা তদন্ত করতে চায় বিসিবি

নানা অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৫ এপ্রিল দুদকের তিন সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করে। কয়েকটি অভিযোগে বিসিবিতে অভিযান চালায় দুদক।
দুদকের সহকারী পরিচালক আল আমিন অভিযান চলাকালে বলেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থার্ড ডিভিশনের দল বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রমাণ মিলেছে। এছাড়া, বিপিএলের টিকেট বিক্রির অনিয়মের অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগ রয়েছে মুজিব শতবর্ষের বিপিএলেও।
নথিপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন শিগগিরই জমা দেওয়া হবে বলে জানায় দুদক। প্রতিবেদন দাখিলের পর এসব অনিয়মের ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে বলেও জানায় সংস্থাটি।
দুদকের অভিযান নিয়ে এতদিন কথা বলেননি কেউ। এবার গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ শনিবার (১৯ এপ্রিল) তিনি বলেন, ‘আমার মনে হয় টেকনিক্যাল কমিটি বলে একটা কমিটি আছে। আমি এসেছি ২-৩ দিন হয়েছে (দেশের বাইরে থেকে)। আমরা চেষ্টা করব, এটার একটা ইনভেস্টিগেশন করতে। যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায়, অবশ্যই শাস্তির ব্যবস্থা করব আমরা।