পাকিস্তান সফর নিয়ে নতুন করে যা বলল বিসিবি
পাকিস্তানের থমথমে পরিস্থিতির কারণে শঙ্কার মুখে পড়েছিল বাংলাদেশের এই সফর। দেশটিতে দল পাঠানো নিয়ে শুরুতে অনিশ্চয়তা তৈরি হলেও পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রাজি হয়েছে। তবে, সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়া বাকি ছিল।
আজ শনিবার (১৭ মে) বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সরকারের পক্ষ থেকেও সফরের জন্য সবুজ সংকেত মিলেছে। তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার অপেক্ষায় ছিলাম। সেটি পেয়েছি। সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে। এখন কিছু কাজ বাকি আছে। সেগুলো করব আমরা।’
পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৫ মে থেকে সিরিজটি শুরুর কথা থাকলেও পেছাবে সেটি। ভারত-পাকিস্তান সহিংসতার কারণে বন্ধ ছিল পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএল। আজ থেকে আবার শুরু হয়েছে পিএসএলের বাকি অংশ, চলবে ২৫ মে পর্যন্ত।
সঙ্গত কারণেই সফরে বাংলাদেশের প্রথম ম্যাচ পেছাবে। বদলাবে পুরো সফরের সূচি। পিসিবির পক্ষ থেকে বিসিবিকে ইতোমধ্যে নতুন সূচি পাঠানো হয়েছে। ২৭ অথবা ২৮ মে হতে পারে প্রথম ম্যাচ। সিরিজ চলবে ৫ জুন পর্যন্ত। সবটাই অবশ্য সম্ভাব্য।

                  
                                                  স্পোর্টস ডেস্ক