এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের খবর অস্বীকার বিসিসিআইয়ের

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত, এমন খবর রটেছিল চারদিকে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এই খবর অস্বীকার করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক দেভাজিৎ সাইকিয়া। আজ সোমবার (১৯ মে) এমনটিই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
এক বিবৃতিতে সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপ কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কোনো ইভেন্ট নিয়ে কোনোরকম আলাপ হয়নি। এখন পর্যন্ত, বিসিসিআই এটি নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি, এসিসিকেও কিছু জানানো হয়নি আমাদের পক্ষ থেকে। এই মুহূর্তে আমাদের মূল মনোযোগ আইপিএল ও আসন্ন ইংল্যান্ড সিরিজের দিকে।’
আগামী সেপ্টেম্বরে ভারতের মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার অংশ নেওয়ার কথা। ৫ দলের সঙ্গে হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের যেকোনো একটি দল যোগ দিতে পারে। তবে, ভারত সত্যিই নাম প্রত্যাহার করে নিলে অনিশ্চয়তার মুখে পড়বে টুর্নামেন্টের ভবিষ্যৎ। স্বাগতিক হওয়ার পাশাপাশি এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নও ভারত।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সহিংসতার ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। সহিংসতা চলাকালীন ভারতের কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো ক্রিকেট ম্যাচই হওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে ভারত এশিয়া কাপে অংশ নেয় কি না, সেটি বলবে সময়। তবে, ভারতের নাম প্রত্যাহারের বিষয়টি এখন পর্যন্ত গুজব।