ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে জর্ডানের পথে বাংলাদেশ

এএফসি এশিয়ান উইমেন্স এশিয়া কাপের বাছাইপর্ব শুরু হবে আগামী ২৩ জুন। বাছাইপর্বের জন্য নিজেদের প্রস্তুত করছে বাংলাদেশ। জর্ডানের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। জর্ডান ও ইন্দোনেশিয়ার সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্টে অংশ নিতে আজ সোমবার (২৬ মে) সকালে জর্ডানের উদ্দেশে রওনা দিয়েছেন আফিদা-ঋতুপর্ণারা।
আগামী ৩১ মে ও ৩ জুন স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে ২৩ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে, তাতে নেই ৫ অভিজ্ঞ ফুটবলার। সাবিনা খাতুন. মাসুরা পারভীন, সানজিদা আক্তার, কৃষ্ণা রাণী ও মাতসুশিমা সুমাইয়া—সাফজয়ী পাঁচ তারকাকে ছাড়াই সকালে জর্ডানের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ। পিটার বাদলারের দলে ৯ জন বিদ্রোহী ফুটবলার জায়গা পেয়েছেন।
অভিজ্ঞরা না থাকলেও দল নিয়ে আশাবাদী সাবিনার অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে যাওয়া আফিদা খন্দকার। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে আফিদা বলেছেন, ‘আমরা একসঙ্গে অনুশীলন করছি। আমাদের প্রস্তুতি ভালো। সাবিনা অভিজ্ঞ একজন, তিনি কিংবদন্তি। তবে, যারা আছেন, তাদের নিয়ে আমরা আশাকরি ভালো কিছু করতে পারব।’
বিদ্রোহের কেন্দ্রে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক ও সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার সাবিনা কেন দলে নেই, বাকিদেরই বা কেন রাখা হয়নি, সেই ব্যাপারে জানতে চাওয়া হলে আজ বাফুফে নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার জানান, এখানে তার কোনো হস্তক্ষেপ নেই। দল নির্বাচনে শতভাগ স্বাধীনতা কোচের আছে।