আবারও বিসিবিতে ফিরলেন ফারুক আহমেদ

গত বছর সরকার পতনের পরে পরিবর্তন এসেছিল দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। সেই ছোঁয়া লেগেছিল দেশের মানুষের অন্যতম আবেগের জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। দেশ থেকে পালান তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ হয় বিসিবিতে তার এক যুগেরও বেশি সময়ের রাজত্ব। তার পরিবর্তে দায়িত্ব পান জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক মনোনিত হন ফারুক আহমেদ। তবে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি তিনি। বিশেষ করে তার নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া গত বিপিএলে চরম অব্যবস্থাপনা ফুটে ওঠে। আরও কিছু অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এতে চরম অসন্তুষ্ট হয় এনএসসি। এরপর তাকে সরিয়ে দেওয়া হয় বিসিবি থেকে।
সেসব অধ্যায় মাড়িয়ে আবারও বিসিবিতে পা পড়ল ফারুকের। আজ সোমবার (৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ (ঢাকা ভিত্তিক ক্লাব) থেকে পরিচালক হয়ে ফিরলেন তিনি। এই ক্যাটাগরি থেকে যৌথভাবে সর্বোচ্চ ৪২টি ভোট পেয়েছেন তিনি। ফারুক নির্বাচন করছিলেন রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিল হিসেবে।
গুঞ্জন আছে, শুধু পরিচালকই নয়, বিসিবির সর্বোচ্চ তিন পদের একটি পেয়ে আবারও বসছেন দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার পরিচালনা পর্ষদে। আলোচনা আছে, দুই সহ-সভাপতির একটি পাচ্ছেন তিনি। যেটার সমাধান হবে আর কিছু সময় পরেই।