বিসিবি নির্বাচন নিয়ে ইশরাকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

নানা অভিযোগ ডিঙিয়ে আর সমালোচনা মাড়িয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নির্বাচন শেষে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে এই নির্বাচনকে জালিয়াতির সিলেকশন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
সোমবার (৬ অক্টোবর) নিজের অফিসিয়ার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড ছুড়ে ফেলে দেওয়া হবে।
সেই স্ট্যাটাসে তিনি বলেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেওয়া হবে।’
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নানা অভিযোগ করে আসছেন বিএনপিপন্থিরা। গত বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে নির্বাচন থেকেও সরে দাঁড়ান তারা। তামিম ইকবালসহ মোট ২২ জন প্রার্থী শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এর আগেও গত ২১ সেপ্টেম্বরও নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে করেছিলেন ইশরাক। তখন সেই সংবাদ সম্মেলনে প্রয়োজনে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

এদিকে আজ নির্বাচন শেষে ক্যাটাগরি-৩ থেকে পরিচালক প্রার্থী দেবব্রত পালও দাবি করেন, এমন নির্বাচন গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তিনি বলেন, ‘আজকে যা হয়েছে, সম্পূর্ণ প্রভাবিত নির্বাচন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যদি এ ধরনের নির্বাচন হয়, আমি মনে করি গণতন্ত্রের জন্য এটা অশনি সংকেত। আপনাদের অনুরোধ করছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে জায়গায় যাচ্ছে, যাদের হাতে যাচ্ছে, আপনারা দেখবেন। তারা বিরোধী মত রাখতে চাচ্ছেন না।’