এমবাপ্পের গোল ও অ্যাসিস্টে ফ্রান্সের টানা তৃতীয় জয়

বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে দারুণ ছন্দে রয়েছে ফ্রান্স। প্যারিসে গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচে দারুণ এক গোল করেছেন কিলিয়ান এমবাপ্পের, আর ৬ বছর পর জাতীয় দলে ফিরে গোল করে প্রত্যাবর্তনটা স্মরণীয় করেছেন ফ্লোরিয়ান থাউভিন।
ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে পুরো ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য দেখায় ফ্রান্স । ৭৬ শতাংশ বল দখলে রেখে নেয় মোট ৩৩টি শট, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি ছিল । বিপরীতে আজারবাইজান মাত্র একটি শট নিতে পেরেছে, সেটিও পোস্টে রাখতে পারেনি তারা।
গোলের জন্য একের পর এক আক্রমণ করে গেলেও আজারবাইজানের জমাট রক্ষণ ভাঙতে সময় লাগে প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। বাঁ দিক থেকে থিও থিও হার্নান্দেজের পাস পেয়ে ড্রিবল করে প্রতিপক্ষের বেশ কয়েকজনকে কাটিয়ে বল বাড়ান হুগো একিটিকের দিকে। এরপর একিটিকের থেকেই ফিরতি পাস পেয়ে নিচু শটে বল জালে পাঠান এমবাপ্পে।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১০ ম্যাচে গোল করলেন এমবাপ্পে। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা এখন ৫৩টি, ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর (৫৭) থেকে মাত্র চার গোল দূরে এখন তিনি।
দ্বিতীয়ার্ধে ফ্রান্সের দাপটটা আরও বাড়ে। ৬৯তম মিনিটে এবার সতীর্থকে দিয়ে গোল করালেন এমবাপ্পে। তার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন আদ্রিয়েন রাবিও।
৮৩ মিনিটে এমবাপ্পের বদলি হিসেবে মাঠে নামেন ফ্লোরিয়ান থাউভিন। এর এক মিনিট পরেই থিও হার্নান্দেজের ক্রস ধরে লাফিয়ে বাঁ পায়ে জোরালো শট জালে বল পাঠান ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। ৬ বছর পর জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড। ফ্রান্সের জার্সিতে তিনি সবশেষ খেলেন ২০১৯ সালে।
এই জয়ে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ‘ডি’গ্রুপে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। ইউক্রেন ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়, আইসল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ও ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান। গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে।