ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ভারানে
একটা সময় ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের রক্ষণের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রাফায়েল ভারানে। তাকে ছাড়া একাদশ ভাবতে পারতেন না কোচেরা। সেই সময়টা পেরিয়ে গেছে। ভারান ঠিক আগের মতো ছন্দে নেই। চোটের কারণে সম্প্রতি বাদ পড়েছেন বর্তমান ক্লাব কোমোর (ইতালিয়ান সিরি আ’র দল) স্কোয়াড থেকেও। সবমিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না ভারানের। বাস্তবতা মেনেই কি না, সব ধরনের ফুটবলকে বিদায় বলে দিলেন ভারানে।
অফিসিয়াল ইন্সটাগ্রামে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) একটি পোস্ট দিয়ে ভারানে নিজেই জানালেন অবসরের কথা। সেখানে তিনি জানান, ক্যারিয়ার নিয়ে তার কোনো অনুশোচনা নেই। কিছু জিনিস আমি বদলাতে পারব না। লোকে বলে সব ভালোরই শেষ আছে।
ভারানে তার পোস্টে বলেন, ‘তারা বলে সব ভালো জিনিসেরই একটা শেষ থাকে। আমার ক্যারিয়ারে অনেক চ্যালেঞ্জ এসেছিল। সেসব অতিক্রম করেছি। নতুন চ্যালেঞ্জ নিয়েছি। নিজেকে সর্বোচ্চ পর্যায়ে রেখেছি। ক্যারিয়ার নিয়ে কোনো অনুশোচনা নেই। পূর্ণতা নিয়েই থামছি ফুটবল থেকে, যে খেলাটিকে আমরা সবাই ভালোবাসি।’
ভক্ত, সতীর্থ ও কোচদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভারানে বলেন, ‘আমি যেসব ক্লাবে খেলেছি, সেখানকার সতীর্থ, কোচিং স্টাফ, ভক্ত-সমর্থক সবার প্রতি অন্তর থেকে ভালোবাসা প্রকাশ করছি। এই যাত্রায় আপনারা আমার জীবনের প্রতিটি মুহূর্ত রাঙিয়ে তুলতে এবং স্বপ্ন সত্যি করতে সহায়তা করেছেন। ফুটবলের প্রতি ধন্যবাদ ও ভালোবাসা।’
৩১ বছর বয়সী ভারানে রিয়াল মাদ্রিদে ১০ মৌসুম খেলেছেন। এ সময় জিতেছেন উয়েফা চ্যাম্পিয়িন্স লিগের শিরোপা। মাদ্রিদ ছাড়ার পর খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সর্বশেষ খেলেছেন কোমোয়। ক্লাবের পাশাপাশি তিনি সফল হয়েছেন জাতীয় দলেও। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ে অন্যতম বড় ভূমিকা রাখেন ভারানে।