রশিদের বল নয়, রশিদকে ভয় করেই বিপর্যয়ে বাংলাদেশ : মুশতাক

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় আর রশিদ খানের বিধ্বংসী বোলিংয়ের সামনে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৮১ রানে হেরেছে বাংলাদেশ। এই হারে ম্যাচে জয়ের পাশাপাশি সিরিজও নিশ্চিত করেছে আফগানিস্তান। এই ম্যাচে রশিদ ১৭ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের মিডল অর্ডার ভেঙে দেন। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করেন বাংলাদেশের ব্যাটাররা রশিদের বলকে নয়, রশিদকে ভয় করেই বিপর্যয়ে পড়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার (১১ অক্টোবর) আবু ধাবিতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে আফগানিস্তান। জবাবে বাংলাদেশের ব্যাটাররা মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় ।
এই ম্যাচে বাংলাদেশের শেষ ৬ উইকেটের ৫ উইকেটই পেয়েছেন রশিদ। মিডল অর্ডারও লোয়ার অর্ডার ধসিয়ে দেন তিনি। বাংলাদেশের ব্যাটাররা তার কাছে উইকেট বিলিয়ে দিয়ে এসছেন নিয়মিত বিরতিতে। মুশতাক মনে করেন রশিদের বল নয় বরং রশিদই ভয়ের নাম বাংলাদেশের ব্যাটারদের কাছে।
মুশতাক বলেন, “আমার মনে হয় তারা রশিদকে খেলছে, তার বলকে নয়। রশিদ খুব বেশি টার্ন করায় এমন স্পিনার নয়। কিন্তু সে খুব অভিজ্ঞ, উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। তার লাইন ও লেংথ খুবই ভালো এবং ধারাবাহিক। আমি মনে করি আমাদের কখনো কখনো বলকে খেলতে হবে, বোলারকে না। আমাদের দ্রুত উন্নতি করতে হবে।”
মুশতাক আরও যোগ করেন, “যদি আপনার মানসিক দৃঢ়তা ভালো থাকে, আপনি আন্তর্জাতিক ক্রিকেটে যেকোনো বোলারের বিপক্ষে খেলতে পারবেন। রশিদ আফগানিস্তানের জন্য বহু বছর ধরে সফল হয়েছে। তবে একই সময়, বাংলাদেশের ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের জানা উচিত যে বলকে কীভাবে খেলতে হয়, বোলারকে নয়।”
এছাড়া, তিনি টি-২০ ফরম্যাটের সফলতার কথা উল্লেখ করে বলেন, “আমাদের টি-২০ সিরিজের সফলতা দিয়ে আত্মবিশ্বাস এসেছে, কিন্তু ওয়ানডে ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। বাকি সব কিছু ভালোভাবে চলছে। আমাদের ফিল্ডিং, ফিটনেস, স্পিন ও ফাস্ট বোলিং সব ভালো করছে। আমাদের সিস্টেম ভালোভাবে কাজ করছে। তারা ভালো ক্রিকেট খেলছে। তাই যদি আমরা ৫০ ওভারের ফরম্যাটে আমাদের ব্যাটিং ঠিক করতে পারি, তাহলে তা আমাদের জন্য খুবই ভালো হবে। আমি মনে করি, ব্যাটিংয়ে অনেক উন্নতি করা খুবই জরুরি।”
বর্তমানে বাংলাদেশের মিডল ওভারে খুবই দুর্বল। এবছর এখানে তাদের গড় ২১.৮৬। যা গত দুই বছরের (৩৫.১০) তুলনায় অনেক কম। ২০০৭ সালের পর বাংলাদেশের মিডল ওভারে সবচেয়ে কম গড় এটি। মুশতাক মনে করেন মিডল ওভারে স্পিনারদের বিপক্ষে আরো প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার বাংলাদেশের ব্যাটারদের।
মিডল ওভারে ভালো ব্যাটিং করতে পারলে বাংলাদেশ যেকোন দলকে চ্যালেঞ্জ দিতে সক্ষম বলে মনে করেন মুশতাক। তিনি বলেন, “আমার মনে হয় বাস্তবতা হলো, আমাদের ব্যাটিং ঠিক করতে হবে। যদি আমরা মিডল ওভারগুলোতে এটি করতে পারি, যদি সেই পরিস্থিতিতে স্পিন ভালোভাবে খেলা শুরু করতে পারি, তবে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যেকোনো দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিতে সক্ষম হবে।”
মিডল ওভারে কেনো বাংলাদেশ বারবার ব্যর্থ হচ্ছে সেটিও ধরিয়ে দিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। তিনি বলেন, “আমি মনে করি, যখন আপনি অনেক ডট বল খেলেন, এবং তারপর বড় শট খেলার চেষ্টা করেন, তখনই আপনি উইকেট হারাতে শুরু করেন। আমি নিজে একজন স্পিনার হিসেবে জানি, যারা সহজে রান করে (এক বা দুই রান করে নিয়ে), তারা স্পিনারের উপর বেশি চাপ সৃষ্টি করে।”
এমনকি মিডল ওভারে কোন কৌশল অুসরণ করলে বাংলাদেশ ভালো করবে সেটিও দেখিয়ে দিয়েছেন। মুশতাক বলেন, “মিডল ওভারগুলোতে স্পিনারের বিরুদ্ধে কৌশলী হওয়াটা জরুরি, ভালো বলগুলোতে একরান করে নেওয়ার কৌশল জানতে হবে। যদি আপনি স্ট্রাইক পরিবর্তন করতে পারেন, তবে আমি মনে করি তা বোলারদের ওপর বেশি চাপ তৈরি করবে, আপনার ওপর নয়।”