স্পিন নির্ভর উইকেটে সংগ্রাম করেছে উইন্ডিজ ব্যাটাররা

ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ। তবে এদিন উইকেট ছিল চ্যালেঞ্জিং। কালো উইকেটে টার্নও ছিল বেশি। যে কারণে দুদলের স্পিনাররা ঘূর্ণি জাদু দেখিয়েছেন। এক রিশাদের কাছেই পরাস্ত হতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ উইকেট নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের খেলোয়াড়দেরও প্রশংসা করেছেন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার (১৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয় ওয়েস্ট ইন্ডিজের। প্রথম উইকেট জুটিতে তারা ৫১ রান তোলে। এরপর লেগস্পিনার রিশাদের দাপটে ধারাবাহিক বিরতিতে উইকেট হারিয়ে ১৩৩ রানেই গুটিয়ে গেছে তারা। এই বিষয়ে হোপ বলেন, ‘ব্যাটাররা এমন স্পিন নির্ভর উইকেটে সংগ্রাম করেছে। ব্যাটিংয়ের জন্য কঠিন হলেও আমাদের দুই ওপেনার দারুণ শুরু এনে দেয়। উইকেটটি স্পিনারদের জন্য সহজ ছিল।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোপ বলেন, ‘আমি বলব এটা কঠিন উইকেট ছিল। স্পিনারদের জন্য সহায়ক ছিল উইকেটটি। দারুণ লাইন এবং লেন্থে বল করেছে রিশাদ, তাকে খেলাটাও কঠিন ছিল। তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে।’
ম্যাচ শেষে হারের জন্য কোন অজুহাত না দিয়ে বরং বাংলাদেশি খেলোয়াড়দের প্রশংসাই করেছেন হোপ। তিনি বলেন, ‘এটি এমন একটি দিন ছিল যেখানে তাদের স্পিনাররা আমাদের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে এবং তাদের ব্যাটাররাও আমাদের চেয়ে ভালো খেলেছে।’