এশিয়ান ইয়ুথ গেমসে তিন ইভেন্টে পদকের প্রত্যাশায় বাংলাদেশ

আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে এশিয়ান ইয়ুথ গেমস ২০২৫। এশিয়ান ইয়ুথ গেমসের এটি তৃতীয় আসর। আসরে ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশের ৬০ জন অ্যাথলেট। বাহরাইনের মানামা শহরে ২২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে গেমস।
আজ শনিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সেখানে অন্তত তিনটি ডিসিপ্লিনে পদক জয়ের আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ দলের দলনেতা বিগ্রেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবির।
বাংলাদেশ দলের শেফ দ্য মিশন অর্থাৎ দলনেতা হিসেবে এবারই প্রথম দায়িত্ব পালন করছেন হুমায়ূন কবির গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বাংলাদেশের সার্বিক অবস্থা তুলে ধরেন। ১৩টি ইভেন্টের মধ্যে রেসলিং, কাবাডি ও গলফে ভালো করার স্বপ্ন দেখেন তিনি। পাশাপাশি তালিকায় রেখেছেন ভারোত্তোলনকে।
এই চারটি ইভেন্ট ছাড়া বাংলাদেশ অংশ নেবে—অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল (থ্রি অন থ্রি), সাইক্লং, জুডো, সুইমিং, টেবিল টেনিস ও তায়কোয়ান্দোতে। ১৩টি ইভেন্টে ৩৬ জন পুরুষ ও ২৪ জন নারী অ্যাথলেট অংশ নিচ্ছেন। মূল আসর ২২ অক্টোবর থেকে শুরু হলেও আজ থেকে শুরু হয়েছে কাবাডি দলের প্রতিযোগিতা।
বাংলাদেশের অ্যাথলেটদের নিয়ে হুমায়ূন কবির বলেন, ‘আমি প্রত্যেককে বলেছি, তোমরা কেবল খেলতে যাচ্ছো না। বাংলাদেশের পতাকা বহন করছো তোমরা। দেশের জন্য সম্মান বয়ে আনতে হবে। তিন মাস ধরে এই দল একসঙ্গে আছে। আমাদের নানা সীমাবদ্ধতা আছে। এর মধ্যে অ্যাথলেটদের সর্বোচ্চ অনুপ্রেরণা দেওয়া হয়েছে। কাবাডি, গলফ ও রেসলিংয়ে আমি পদক জয়ের আশা করি। ভারোত্তোলনেও ভালো কিছু করার সম্ভাবনা আছে।’