দর্শক টানতে পারছে না মিরপুর

কিছুতেই যেন দর্শক টানতে পারছে না মিরপুর। প্রথম দুই ওয়ানডের মতো আজও ফাঁকা শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের গ্যালারি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু, মিরপুরে দর্শক প্রথম দুই ওয়ানডের চেয়ে কম।
দর্শকখরারে পেছনে বড় কারণ বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম। এটিকেই মূল কারণ বললে ভুল বলা হবে না। উইন্ডিজ সিরিজে প্রথম ম্যাচে জয়ের পর অনেকেই ভেবেছিল, এবার বুঝি অভিমান ভাঙবে দর্শকের। দ্বিতীয় ম্যাচে দেখা গেল, দর্শকসংখ্যা আগের চেয়ে কম।
দ্বিতীয় ওয়ানডেতে জেতা ম্যাচ হেরেছে বাংলাদেশ। সুপার ওভারে অধিনায়ক ও কোচের হঠকারী সিদ্ধান্ত নিয়ে চলেছে সমালোচনা। যার প্রভাব পড়েছে আজ। বাংলাদেশের খেলা মানেই দর্শকে ভরপুর গ্যালারি, এই চিরায়ত দৃশ্যের ব্যাঘাত ঘটেছে। প্রথম দেখায় মনে হবে, নিরপেক্ষ কোনো ভেন্যুতে খেলছে বাংলাদেশ, যা নিয়ে কারও মাতামাতি না থাকাই স্বাভাবিক।
সিরিজে এখন ১-১ সমতা। ম্যাচটি তাই দুদলের জন্য অলিখিত ফাইনাল। ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মিরপুরে প্রথম দুই ম্যাচেই কালো উইকেট দেখা গেছে। দুই ওয়ানডেতেই স্পিন সহায়ক উইকেটে দারুণ করেছেন রিশাদ হোসেন-তানভীর ইসলামরা। সময় যত গড়িয়েছে তত ভয়ঙ্কর হয়ে উঠেছেন স্পিনাররা। বিশেষ করে রিশাদ দুই ম্যাচেই দারুণ করেছেন। তিনি একাই ধসিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটারদের। আজও এই দুজনের সাথে স্পিন ডিপার্টেমেন্টে আছেন নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও সাইফ হাসান। পেসার হিসেবে দলে আছেন মুস্তাফিজুর রহমান।
সিরিজ নিজেদের করে রাখতে হলে দায়িত্ব নিতে হবে মূলত ব্যাটারদেরই। কারণ মিরপুরের উইকেটে স্পিনাররা এমনিতেই ভালো করছেন। তাদের লড়াই করার জন্য স্কোরবোর্ডে রান এনে দিতে হবে ব্যাটারদের।