যে একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে প্রথম ম্যাচ জিতে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ে অনেকটা আত্মবিশ্বাসী তারা। তবে চট্টগ্রামের ব্যাটিং নির্ভর উইকেটে আজ ক্যারিবীয়দের সামনে পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। এমন ম্যাচে আজ সোমবার (২৭ অক্টোবর) টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
এই ম্যাচে ওপেনিংয়ে তার পার্টনার হিসেবে আছেন বামহাতি ব্যাটসম্যান তানজিদ হাসান। বাংলাদেশের টপ অর্ডারে সাইফ হাসান দারুণ ফর্মে আছেন।
বাংলাদেশের জন্য স্বস্তির খবর হচ্ছে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। আজ তিন নম্বরে নামতে দেখা যাবে লিটনকে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের সঙ্গে ফিনিশার হিসেবে নুরুল হাসান সোহান ও শামীম হোসেন দলে আছেন।
বোলিংয়ে বাংলাদেশের স্পিনাররা সম্প্রতি বেশ ভালো করছেন। তবে চট্টগ্রামের উইকেট বিবেচনায় ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সেক্ষেত্রে রিশাদ হোসেন ও নাসুম আহমেদ সামলাবেন স্পিন বিভাগ, সাথে আছেন পার্ট টাইম স্পিনার সাইফ। মিডল-ওভারে দলের প্রধান ভরসা লেগস্পিনার রিশাদ। পেসার হিসেবে নিশ্চিতভাবেই থাকছেন মুস্তাফিজুর রহমান। বাকি তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব আছেন স্কোয়াডে।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ৬ জন স্বীকৃত বোলার নিয়ে খেলতে নামছে। তাঁদের মধ্যে দুজন পেস বোলিং অলরাউন্ডার—জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। দুজনেরই বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৯ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮টি ও ওয়েস্ট ইন্ডিজ ৯টি ম্যাচে। দুটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সর্বশেষ সিরিজে গত বছর ক্যারিবীয়দের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

স্পোর্টস ডেস্ক