ভারত ম্যাচের ক্যাম্প শুরু আজ, কাবরেরা আসবেন পরে
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ (৩০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। কিন্তু পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হতে আরো বেশ কয়েকদিন দেরি হবে। তবে ক্যাম্প শুরু হলেও জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাকে শুরু থেকেই পাচ্ছে না বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় দলের খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। সম্প্রতি যমজ সন্তানের বাবা হওয়ায় পারিবারিক কারণে কাবরেরাকে শুরু থেকে পাচ্ছে না বাংলাদেশ, তার দেশে ফিরতে কিছুটা দেরি হবে।
কাবরেরার বিষয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘কোচ সম্প্রতিক যমজ সন্তানের বাবা হয়েছেন। তিনি ২ কিংবা ৩ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ফিরলে ৪ নভেম্বর থেকে মূল অনুশীলন শুরু হবে।’
এদিকে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীও ক্যাম্পের শুরুতে থাকছেন না। ফিফা নির্ধারিত আন্তর্জাতিক বিরতির সময় অনুযায়ী তিনি ৯ নভেম্বর দেশে এসে যোগ দেবেন। হামজা এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৫ ম্যাচে ২ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন। বসুন্ধরা কিংসের ফুটবলাররা বর্তমানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে আছেন, ফলে তারা ফিরবেন নভেম্বরের প্রথম সপ্তাহে। তার ফিরলেই পূর্ণাঙ্গ অনুশীলন শুরু হবে।
এ বিষয়ে আমের বলেন, ‘আগামীকাল থেকেই আমরা ভারত ম্যাচের ক্যাম্প শুরু করছি। বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা কুয়েত থেকে ফিরে ক্যাম্পে যোগ দেবে। এখন পর্যন্ত এটাই সিদ্ধান্ত যে হামজা আসছেন ৯ নভেম্বর।’
যদিও এখনো পুরো দল একত্র হয়নি, তবু ফিটনেস উন্নয়নের লক্ষ্যে এই প্রাথমিক ক্যাম্প শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ম্যানেজার আমের । তিনি বলেন, ‘কিংস বাদে বেশির ভাগ ক্লাবেই ছুটি চলছে। তাই আগেভাগে আসলে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজের সুযোগ থাকবে। এজন্যই এমন পরিকল্পনা।’

স্পোর্টস ডেস্ক