নতুন চুক্তিতে মায়ামিতে বছরে কত বেতন পাবেন মেসি?
 
ফুটবলারদের আয় কিংবা বেতন নিয়ে সবসময়ই সমর্থকদের একটা বাড়তি আগ্রহ থাকে। চুক্তি সই করার পর সকলে চোখ রাখেন তাকে কত বেতন দেওয়া হচ্ছে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিন বছর। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) যথারীতি সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় মেসি। বেসিক বেতন ও সাইনিং বেনাস মিলিয়ে ইন্টার মায়ামি থেকে বছরে প্রায় ২০.৪৫ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫০ কোটি ৪৩ লাখ ২৩ হাজার টাকা পাবেন মেসি।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মেজর লিগ সকার প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) ২০২৫ সালের ‘স্যালারি গাইড’ প্রকাশ করেছে। যেখানে লিগটির সব খেলোয়াড়ের বেতন উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: নতুন চুক্তিতে মায়ামিতে কতদিন থাকবেন মেসি?
এই তালিকায় শীর্ষ দশে জায়গা পেয়েছেন ইন্টার মায়ামির তিন খেলোয়াড়। মেসির সতীর্থ সার্জিও বুসকেটসের আয় ৮.৭৮ মিলিয়ন ডলার বা ১০৭ কোটি ৫২ লাখ ৬ হাজার টাকা প্রায়। তিনি আছেন তালিকার তিন নম্বরে। আর জর্দি আলবা পাচ্ছেন ৬ মিলিয়ন ডলার বা ৭৩ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা প্রায়। তিনি আছেন সাত নম্বরে।
মেসির মোট আয়ের দিক থেকেও তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ফুটবলার। ফোবার্স-এর প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনী ও স্পনসরশিপ প্রতিষ্ঠান থেকে মেসির বার্ষিক আয় ১৩০ মিলিয়ন ডলার ১৫৯১ কোটি ৯৯ লাখ ৪ হাজার টাকা প্রায়।
এমএলএসের ক্লাবগুলোর মধ্যে ইন্টার মায়ামিই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে। তাদের খেলোয়াড়দের বার্ষিক নিশ্চয়তাপ্রাপ্ত বেতন মোট ৪৮.৯ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে আছে লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি), যাদের ব্যয় ৩০.১ মিলিয়ন ডলার। অন্যদিকে, সবচেয়ে কম ব্যয় করেছে সিএফ মন্ট্রিয়েল মাত্র ১২.৯২ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: ফুটবলারদের মধ্যে শীর্ষে রোনালদো, মেসি-নেইমার কোথায়?
তবে এই তালিকায় নতুন চমক দক্ষিণ কোরিয়ার তারকা হিউং-মিন সন। তালিকার দ্বিতীয় স্থানে আছেন তিনি। টটেনহ্যাম থেকে এলএএফসিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ডের বার্ষিক বেতন ১১.১৫ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার টাকা।
এছাড়া বায়র্ন মিউনিখ থেকে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস সাবেক জার্মান ও বায়ার্ন মিউনিখ তারকা থমাস মুলারের বেতন ধরেছে ১.৪৪ মিলিয়ন ডলার বা ১৭ কোটি ৬৪ লাখ টাকা।

 
                   স্পোর্টস ডেস্ক
                                                  স্পোর্টস ডেস্ক
               
 
 
 
