নারী বিশ্বকাপ ফাইনাল
টস হেরে ব্যাটিংয়ে ভারত, যেমন হলো একাদশ
কখনো বৃষ্টি বাধায় ম্যাচ পণ্ড হয়েছে আবার কখনো ২২ গজে ব্যাট-বলের তুমুল লড়াই জমিয়ে তুলেছেন ক্রিকেটাররা। এমন অম্ল-মধুর লড়াই শেষে নারী বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়াতে যাচ্ছে আজ। শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আজ রোববার (২ নভেম্বর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট।
নারী বিশ্বকাপে একক আধিপত্য অস্ট্রেলিয়ার। বাকিটুকু ইংল্যান্ডের। এখন পর্যন্ত বিশ্বকাপের ১২টি আসর মাঠে গড়িয়েছে যেখানে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বাইরে একবার ট্রফি গেছে কেবল নিউজিল্যান্ডের ঘরে। ফলে দক্ষিণ আফ্রিকা কিংবা ভারত–ট্রফি যাদের হাতেই উঠুক নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দেখবে ক্রিকেট বিশ্ব।
ভারত-দক্ষিণ আফ্রিকা দুই দলই সেমিফাইনালে হারিয়েছে দুই বিশ্বচ্যাম্পিয়নকে। ভারত হারিয়েছে অস্ট্রেলিয়াকে আর দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে। তবে সেমিফাইনালে অনেকটা অসাধ্যই সাধন করেছিল ভারত। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছিল তারা।
মুখোমুখি দেখায় পিছিয়ে থেকেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। পরিসংখ্যান বলছে, ভারত ও দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৩৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারতের জয় ২০টি ম্যাচে। বিপরীতে, দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩টি ম্যাচ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
ভারত একাদশ
হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, জেমিমাহ রদ্রিগেজ, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, অমনজ্যোত কৌর, রাধা যাদব, ক্রান্তি গৌড়, শ্রী চারানি, রেণুকা সিং।
দক্ষিণ আফ্রিকা একাদশ
লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, আনেকে বোশ, সুনে লুস, মারিজান ক্যাপ, আনরি ডের্কসেন, সিনালো জাফটা (উইকেটকিপার), ক্লোই ট্রায়ন, নাদিন দে ক্লার্ক, আয়াবোঙ্গা খাকা, ননকুলুলেকো ম্লাবা।

                  
                                                  স্পোর্টস ডেস্ক