আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের জার্সির দাম কত, কবে থেকে পাবেন?
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের আসর। প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে এবারের আসরে। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে ২৮ দলের। তাই বিশ্বকাপকে ঘিরে উম্মদনাও শুরু হয়ে গেছে। সেখানে গতকাল নতুন মাত্রা যোগ করেছে জনপ্রিয় ক্রীড়া ব্র্যান্ড অ্যাডিডাস। ২২টি দেশের বিশ্বকাপ জার্সি আনুষ্ঠানিকভাবে উম্মোচন করেছে তারা। এর মধ্যে রয়েছে সর্বশেষ আসরের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও।
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা জাতীয় দলের বিশ্বকাপের জার্সি উন্মোচনে প্রধান মডেল ছিলেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। মেসি ও তার সতীর্থরা ২০২৬ বিশ্বকাপে যে জার্সি পরে মাঠে নামবেন সেটি পাওয়া যাবে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন জার্সিটি তৈরি করা হয়েছে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয় (১৯৭৮, ১৯৮৬, ২০২২) থেকে অনুপ্রাণিত হয়ে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগোর ওপর রয়েছে তিনটি তারকা। নতুন ডিজাইনেও ঐতিহ্যবাহী আকাশী নীল ও সাদা রঙের ডোরাকাটা ডিজাইনের ধারা ধরে রাখা হয়েছে, যেখানে তিন স্তরের হালকা নীল গ্রেডিয়েন্ট প্রয়োগ করা হয়েছে।
আরও পড়ুন : বিশ্বকাপ নিশ্চিত করেছে যে ২৮ দেশ
জার্সির পিছনের গলায় লেখা আছে ‘১৮৯৩’, যা এএফএ-এর প্রতিষ্ঠাবর্ষ। এছাড়া বুকের মাঝে সোনালি রঙের বিশেষ ব্যাজ, যা ২০২২ সালে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়কে স্মরণ করায়।
মেসিদের জার্সিটি আজ থেকে অ্যাডিডাসের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্বাচিত কিছু দোকানে পাওয়া যাবে। দাম পড়বে ১০০ থেকে ১৮০ ডলারের মধ্যে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার থেকে ২২ হাজার টকার মধ্যে। জার্সিটির খেলোয়াড় সংস্করণে ক্লিমাকুল প্লাস প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, ফলে এটি ঘাম শোষণ ও বায়ু চলাচলের সুবিধা দেয়।
আর্জেন্টিনার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে নতুন এই জার্সি পরে মাঠে নামতে পারে আর্জেন্টিনা জাতীয় দল।
আরও পড়ুন : ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন
অ্যাডিডাসের ফুটবল বিভাগের জেনারেল ম্যানেজার স্যাম হ্যান্ডি বলেছেন, ‘জাতীয় দলের জার্সি কেবল কাপড় নয়, প্রতিটি দেশের ঐতিহ্য এবং আধুনিকতাকে মিলিয়ে তৈরি করা হয়েছে। এটি একতা, গর্ব ও ইতিহাসের প্রতীক। আমরা চেয়েছি প্রতিটি ডিজাইন যেন নিজ দেশের ঐতিহ্যকে তুলে ধরে এবং একইসঙ্গে নতুন প্রজন্মের ভক্তদের সঙ্গে সংযোগ তৈরি করে।’
আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপের ২৩তম আসর। এখন পর্যন্ত ২৮টি দল জায়গা করে নিয়েছে টুর্নামেন্টে। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র।

স্পোর্টস ডেস্ক